নয়াদিল্লি, 19 মার্চ : নদীর ময়লা জল থেকে রোজগার ৷ হ্যাঁ, গঙ্গা নদীর নিকাশি ময়লা জল পরিশুদ্ধ করে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল-কে বিক্রি করা হবে খুব শিগগিরি, জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ গঙ্গা অববাহিকা থেকে প্রতিদিন প্রায় 12 হাজার মিলিয়ন লিটার (million litres per day, MLD) নোংরা জল জমা হয় (Govt to sell treated sewage and dirty Ganges water to IOCL) ৷
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র ডিরেক্টর জেনারেল অশোক কুমার জানিয়েছেন, এক মাসের মধ্যেই আইওসিএল-কে জল বিক্রি করা শুরু হবে ৷ তিনি বলেন, "মথুরা থেকে এই প্রজেক্ট শুরু হবে ৷ 20 এমএলডি পরিশুদ্ধ জল দেওয়া হবে আইওসিএল-কে ৷ সেখানে তৈল শোধনাগার আছে ৷ আইওসিএল-এর প্রয়োজন অনুযায়ী মথুরা এসটিপি থেকে এই জল সরবরাহ হবে ৷ এক মাস বা তার কাছাকাছি সময়ে আমরা এই প্রজেক্টটি চূড়ান্ত করে ফেলতে পারব ৷ দেশে এই প্রথম কোনও তৈল শোধনাগার পরিশুদ্ধ জল নেবে ৷"