পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Budget 2024: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোমবার নয়া অর্থবর্ষের বাজেট তৈরির প্রক্রিয়া শুরু করবে কেন্দ্র (Financial year 2023-24) ৷ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে ৷ অর্থ সচিব এবং ব্যয় সচিবের সভাপতিত্বে হবে এইসব বৈঠকগুলি ৷

Govt to kick off FY24 Budget making exercise on Monday
Govt to kick off FY24 Budget making exercise on Monday

By

Published : Oct 9, 2022, 1:29 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: সোমবার কেন্দ্রীয় সরকার 2023-24 আর্থিক বছরের বার্ষিক বাজেট তৈরির প্রক্রিয়া শুরু করবে (Financial year 2023-24 Budget) ৷ বাজেটে বিশ্ব বাজারের দিকে তাকিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য সম্ভাব্য দিকগুলি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে । চলতি আর্থিক বছরের ব্যয়ের সংশোধিত আগাম হিসেব নিকেশ (revised estimates) এবং 2023-24 এর জন্য তহবিলের প্রয়োজনীয়তার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে আলোচনা হবে ।

সোমবার প্রথম দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আরই বৈঠক হবে । চলতি আর্থিক বছরের (2022-23) জন্য এবং 2023-24-এর বাজেটের (Budget) আগাম হিসেব নিকেশ চূড়ান্ত করার জন্য এই আলোচনাগুলির বেশিরভাগই অর্থ সচিব (Finance Secretary) এবং ব্যয় সচিবের (Expenditure Secretary) সভাপতিত্বে হবে বলে জানা গিয়েছে ।

প্রায় একমাস ধরে চলার পব এই আলোচনা শেষ হবে 10 নভেম্বর ৷ সমবায় মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, রেলমন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণাকের সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠক শেষ হবে । অর্থ মন্ত্রকের বাজেট বিভাগের বিজ্ঞপিতে এটাই জানানো হয়েছে ।

জানা গিয়েছে, 2023-24 সালের বাজেটের আগাম হিসেব নিকেশ বৈঠক শেষ হওয়ার পরে অস্থায়ীভাবে চূড়ান্ত করা হবে । এই বৈঠকগুলি হবে রিজার্ভ ব্যাঙ্ক এবং বিশ্বব্যাঙ্ক-সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ৷ এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2.0 সরকারের পঞ্চম বাজেট ৷ এপ্রিল-মে 2024 সালের সাধারণ নির্বাচনের আগে এটি হবে শেষ পূর্ণ বাজেট ।

নির্বাচনের বছরে কেন্দ্র সীমিত সময়ের জন্য অ্যাকাউন্টে ভোট প্রদান করে । সাধারণত জুলাই মাস পর্যন্ত বাজেট অনুমোদন করা হয় । 2023-24 সালের বাজেট 1 ফেব্রুয়ারিতে পেশ করা হতে পারে । 2022-23 সালের বাজেটে 7-7.5 শতাংশ বৃদ্ধির হারের অনুমান করেছিল, যেখানে রাজস্ব ঘাটতি মোট দেশীয় পণ্যের (জিডিপি) 6.4 শতাংশে অনুমান করা হয়েছিল ।

ফেব্রুয়ারির শেষে বাজেট পেশ করার যে রীতি ছিল তা আগেই বাতিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার । প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি (Arun Jaitley) প্রথমবার 1 ফেব্রুয়ারি 2017 সালে বার্ষিক হিসাব পেশ করেছিলেন । বাজেট পেশের তারিখ পরিবর্তনের সঙ্গে আর্থিক বছরের শুরু হয় এপ্রিল থেকে ৷ মন্ত্রকগুলি এখন আর্থিক বছরের শুরুতে মানে এপ্রিল থেকে তাদের বাজেটকৃত তহবিল বরাদ্দ করে । এটি সরকারি বিভাগগুলিকে ব্যয় করার জন্য আরও অবকাশ দেয় ৷ সেইসঙ্গে কোম্পানিগুলিকে ব্যবসা এবং কর পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় দেয় ৷

আরও পড়ুন:2 বছরে 462টি 'ভেজাল' ওষুধে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের, গ্রেফতার 384 জন

আগে ফেব্রুয়ারির শেষে বাজেট পেশ করা হত ৷ তখন তিন-পর্যায়ের সংসদের অনুমোদনের প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি সময়ে, বর্ষা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে শেষ হত । এর অর্থ হল সরকারি বিভাগগুলি বর্ষা ঋতু শেষ হওয়ার পর প্রকল্পগুলিতে ব্যয় করা শুরু করতে পারত ।

ABOUT THE AUTHOR

...view details