নয়াদিল্লি, 14 জুন : কেন্দ্রীয় সরকার বিশ্বের দরবারে যে বিষয়ে সওয়াল করছে, তা দেশেও কার্যকরী করা উচিত ৷ জি 7-এ (G7) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে কটাক্ষ করে এ কথা বললেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) ৷
প্রধানমন্ত্রী মোদি জি 7 শীর্ষ সম্মেলনে বলেছিলেন যে, ভারত স্বাভাবিকভাবেই জি 7 ও তার অংশীদারদের শরিক ৷ গণতন্ত্র, ভাবনার স্বাধীনতা রক্ষা করা ও সন্ত্রাসবাদ, হিংসা এবং আর্থিক জবরদস্তি থেকে সুরক্ষিত রাখাই ভারতের কাজ ৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেছেন পি চিদম্বরম ৷ তিনি টুইটে লেখেন, "জি 7 আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুপ্রেরণা দেয়, আবার এই মন্তব্য হাস্যকরও ৷ বিশ্বের দরবারে যা নিয়ে সওয়াল করছে, ভারতেও তার বাস্তবায়ন করা উচিত মোদি সরকারের ৷"