পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করা উচিত ৷ জি 7 (G7) বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে তীব্র কটাক্ষ করে টুইটে এ কথা লিখলেন পি চিদম্বরম (P Chidambaram) ৷

Govt should practise in India what it preaches to world: p Chidambaram on PM Narendra Modi's G7 speech
বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

By

Published : Jun 14, 2021, 5:24 PM IST

নয়াদিল্লি, 14 জুন : কেন্দ্রীয় সরকার বিশ্বের দরবারে যে বিষয়ে সওয়াল করছে, তা দেশেও কার্যকরী করা উচিত ৷ জি 7-এ (G7) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে কটাক্ষ করে এ কথা বললেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) ৷

প্রধানমন্ত্রী মোদি জি 7 শীর্ষ সম্মেলনে বলেছিলেন যে, ভারত স্বাভাবিকভাবেই জি 7 ও তার অংশীদারদের শরিক ৷ গণতন্ত্র, ভাবনার স্বাধীনতা রক্ষা করা ও সন্ত্রাসবাদ, হিংসা এবং আর্থিক জবরদস্তি থেকে সুরক্ষিত রাখাই ভারতের কাজ ৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেছেন পি চিদম্বরম ৷ তিনি টুইটে লেখেন, "জি 7 আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুপ্রেরণা দেয়, আবার এই মন্তব্য হাস্যকরও ৷ বিশ্বের দরবারে যা নিয়ে সওয়াল করছে, ভারতেও তার বাস্তবায়ন করা উচিত মোদি সরকারের ৷"

জি 7 বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়েও সরব হয়ে চিদম্বরম লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদিই একমাত্র অতিথি যিনি আউটরিচ বৈঠকে সশরীরে হাজির হননি ৷ নিজেকেই জিজ্ঞেস করুন কেন ? কারণ কোভিড 19-এর সঙ্গে লড়াইয়ে ভারতই একটি বাহক ৷ আমরাই সবচেয়ে বেশি সংক্রামক এবং সবচেয়ে কম টিকাকরণ হওয়া দেশ ৷"

আরও পড়ুন:লোকসভায় চিরাগের সঙ্গ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঁচ এলজেপি সাংসদের

ব্রিটেনের কর্নওয়ালে ধনী 7টি দেশের জি 7 শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details