পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Booster Dose: কমানো হল কোভিডের বুস্টার ডোজ নেওয়ার সময়ের ব্যবধান

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে 9 মাসের ব্যবধান কমিয়ে তা 6 মাস করল সরকার (Govt reduces gap for Covid booster dose to 6 months)।

Covid Booster Dose
কমানো হল কোভিডের বুস্টার ডোজের ব্যবধান

By

Published : Jul 6, 2022, 6:59 PM IST

Updated : Jul 6, 2022, 7:40 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: সরকার কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে 9 মাসের ব্যবধান কমিয়ে তা 6 মাসে করেছে (Govt reduces gap for Covid booster dose to 6 months)। সরকারের টিকা সংক্রান্ত উপদেষ্টা সংস্থা NTAGI (National Technical Advisory Group on Immunisation) দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমানোর সুপারিশ করেছিল । এর আগে, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে সময়কাল ছিল 9 মাস । এখন তা কমিয়ে 6 মাস বা 26 সপ্তাহ করা হয়েছে ।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একটি চিঠিতে বলেছেন, "18-59 বছর বয়সী সমস্ত সুবিধাভোগীদের জন্য বুস্টার ডোজটি বেসরকারি কোভিড ভ্যাকসিনেশন সেন্টারে (সিভিসি) দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ থেকে 6 মাস বা 26 সপ্তাহ সম্পূর্ণ হওয়ার পরে দেওয়া হবে ।"

আরও পড়ুন :Corona Increase: ফের চোখ রাঙাচ্ছে করোনা, উদ্বেগে চিকিৎসকরা

60 বছরের বেশি এবং তার বেশি বয়সি সুবিধাভোগীদের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্ট লাইন ওয়ার্কার্স (FLW), সরকারি সিভিসি-তে যাঁরা রয়েছেন তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ থেকে 6 মাস বা 26 সপ্তাহ শেষ হওয়ার পরে বুস্টার ডোজ দেওয়া হবে ।

Last Updated : Jul 6, 2022, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details