পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Govt Raps TV News Channels : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রের তোপের মুখে বেসরকারি টিভি চ্যানেলগুলি ৷ সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক বন্ধ করার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে (Govt Raps TV News Channels) ৷

govt raps news channels
সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক বন্ধ করতে হবে

By

Published : Apr 23, 2022, 5:18 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল : কেন্দ্রের তোপের মুখে পড়ল বেসরকারি টিভি নিউজ চ্যানেলগুলি ৷ কারণ, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্কসভা ৷ শনিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফে এই বিষয়ক একটি নির্দেশিকা জারি করা হয়েছে (Govt Raps TV News Channels over fabricated news broadcast) ৷

নির্দেশিকায় বলা হয়েছে, কিছু টিভি চ্যানেল অসাংবিধানিক, উস্কানিমূলক এবং সামাজিকভাবে মেনে নেওয়া যায় না এমন ভাষায় বিতর্কসভার পৃষ্ঠপোষকতা করছে ৷ এইসব বিতর্কসভায় সাম্প্রদায়িক উস্কানিমূলক আলোচনাও চলছে সমানে ৷ এর খারাপ প্রভাব পড়তে পারে জনমানসে ৷ এর প্রভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিও বিঘ্নিত হতে পারে ৷ বিঘ্নিত হতে পারে শান্তিও ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উত্তর-পশ্চিম দিল্লির কিছু ঘটনার উপর টিভি চ্যানেলগুলির পরিবেশিত খবরের কথাও উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায় ৷ সেইসব খবরের মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ বলা হয়েছে, এই ধরনের খবর পরিবেশন করে টিভি চ্যানেলগুলি আইন লঙ্ঘন করেছে ৷

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বেশ কিছু স্যাটেলাইট টিভি চ্যানেল ভুয়ো খবরও পরিবেশন করেছে ৷ খবরগুলি অসামাজিক পদ্ধতিতে অরুচিকর এবং অশ্রাব্য ভাষা প্রয়োগ করে পরিবেশন করা হয়েছে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি মানহানিকরও বটে ৷ সব মিলিয়ে নিয়ম লঙ্ঘন করেছে ওই টিভি চ্যানেলগুলি ৷

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে বলা হয়েছে, চ্যানেলগুলি ক্রমাগত আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং অভিনেতাদের ভুল উদ্ধৃত করেছে ৷ ভুল তথ্যও খবর হিসাবে সম্প্রচার করা হয়েছে ৷ পাশাপাশি চ্যানেলগুলির বিরুদ্ধে মন্ত্রকের অভিযোগ, খবর পরিবেশন করতে গিয়ে এমন সব নিন্দনীয় হেডলাইন এবং ট্যাগলাইন ব্যবহার করে খবর করা হয়েছে, যার সঙ্গে আসল খবরের কোনও যোগই নেই ৷ সাংবাদিক এবং খবর উপস্থাপকরা শ্রোতাদের উত্তেজিত করার উদ্দেশ্যে মনগড়া এবং অতিরঞ্জিত বক্তব্য পেশ করেছেন ৷

উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রকের তরফে চ্যানেলগুলিকে কাঠগড়ায় তোলা হয় ৷ ওই ঘটনায় তদন্ত এখনও চলছে ৷ তার মধ্যেই যাচাই না হওয়া সিসিটিভি ফুটেজ দেখানো বা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ফুটেজ দেখানোর ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ অভিযোগ, এক্ষেত্রেও চ্যানেলগুলির উস্কানিমূলক শিরোনাম এবং হিংসার ভিডিয়ো পরিবেশনের ফলে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হতে পারে ৷ শান্তি ও আইনশৃঙ্খলা ব্যাহত হতে পারে ৷

আরও পড়ুন : Congress Panel over PK : কিশোরের প্রেজেন্টেশন নিয়ে সোনিয়ার কাছে রিপোর্ট পেশ, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details