নয়াদিল্লি, 9 এপ্রিল : ফের বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ৷ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ এই ঘোষণা করেছেন ৷ বলা হয়েছে, পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত দিল্লিতে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে ৷
আজ বিকালে একটি টুইট করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে তিনি লিখেছেন, দিল্লিতে করোনা পরিস্থিতির জন্য় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ক্লাস বন্ধ থাকবে ৷ এদিকে করানা পরিস্থিতি নিয়ে চিন্তিত সেখানকার স্বাস্থ্য়মন্ত্রী সত্য়েন্দর জৈন ৷ তিনি বলেছেন, ‘‘যুব সম্প্রদায় বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন ৷’’
আরও পড়ুন- সংখ্যালঘুরা আর মমতার সঙ্গে নেই, দাবি অমিত শাহের
গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্য়া দাঁড়িয়েছে 7437 ৷ যা চলতি বছরে একদিনে সর্বাধিক আক্রান্ত ৷ এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মৃতের সংখ্য়া হয়েছে 24 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্তের হার বেড়েছে 2 শতাংশ ৷ পরশু করোনায় আক্রান্ত হওয়ার হার ছিল 6.1 শতাংশ, সেখানে গতকাল আক্রান্তের হার ছিল 8.1 শতাংশ ৷
এদিকে দিল্লির এআইআইএমএস এবং স্য়ার গঙ্গারাম হাসপাতালে করোনা আক্রান্ত একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মী ৷ যা নিয়ে যথেষ্ট চিন্তিত দিল্লি প্রশাসন ৷ পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় চেষ্টা করা হচ্ছে বলে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে ৷