নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: দেশের টেলিভিশন চ্যানেলগুলির জন্য নয়া অ্যাডভাইজারি জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ উপদেষ্টা জারি করে কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, গুরুতর অপরাধ বা সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে তাদের সম্পর্কে যাবতীয় খবর করা থেকে বিরত থাকতে হবে চ্য়ানেলগুলিকে ৷ একই সঙ্গে, সরকারি সংস্থা দ্বারা নিষিদ্ধ ব্যক্তিদের সম্পর্কেও কোনও অ্য়াজেন্ডা বা মতামত প্রকাশ করতে পারবে না খবরের চ্যানেলগুলি, তাও স্পষ্ট করা হয়েছে অ্যাডভাইসরিতে ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং যাদের ইতিমধ্যেই সরকারি সংস্থার দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের সম্পর্কে কোনও রিপোর্ট, রেফারেন্স এবং মতামত বা এজেন্ডা থেকে বিরত থাকতে হবে চ্যানেলগুলিকে। সংবিধানের অনুচ্ছেদ 19(2)-এর অধীনে থাকা বিধিনিষেধ বিবেচনা করে এবং সিটিএন আইনের 20 ধারার উপ-ধারা (2)-এর অধীনে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক ৷
বিদেশী একজন ব্যক্তি, যার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সহ গুরুতর অপরাধের মামলা রয়েছে, এমনকী তিনি এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত যা ভারতের আইন দ্বারা নিষিদ্ধ তাঁকে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আলোচনার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। যেখানে ওই ব্যক্তি এমন বেশ কিছু মন্তব্য করেছেন যা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ক্ষতিকর বলেও মনে করছে ভারত সরকার ৷ মন্ত্রকের নজরে এই বিষয়টি আসার পরেই এই অ্যাডভাইজারি জারি করেছে মন্ত্রক ৷ একই সঙ্গে, কেন্দ্রীয় সরকার মনে করছে ভারতের নিরাপত্তা, একটি বিদেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশের জনশৃঙ্খলা বিঘ্নিত করার সম্ভাবনাও রয়েছে এই ঘটনার জেরে ৷
আরও পড়ুন: কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়, অভিযোগ বিদেশমন্ত্রকের
দেশের সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারিতে মন্ত্রক জানিয়েছে যে, যিনি সন্ত্রাসবাদ-সহ গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত তাঁকে একটি টেলিভিশন চ্যানেলে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আলোচনা চলাকালীন, ওই ব্যক্তি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ক্ষতিকারক বেশ কয়েকটি মন্তব্যও করেছেন ৷ যা একটি বিদেশী রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর ৷ যদিও মন্ত্রক ওই ব্যক্তি বা সংবাদ চ্যানেলের নাম নেয়নি অ্যাডভাইজারিতে ৷ (সংবাদ সংস্থা এএনআই)