নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নয়া ব্যবস্থার বন্দোবস্ত করল সরকার ৷ পরিকল্পনায় বদল এনে রাশিয়া বাদে অন্যান্য যে সকল দেশগুলির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক (Govt is organizing evacuation flights for Indians stranded in Ukraine) ৷ পুরো ব্যবস্থাপনার ব্যয় বহন করবে ভারত সরকারই ৷
যুদ্ধের আশঙ্কায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান 22, 24 এবং 26 ফেব্রুয়ারি ইউক্রেন থেকে ফিরিয়ে আনবে সেদেশে আটকে পড়া ভারতীয়দের ৷ পরিকল্পনা মোতাবেক 22 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 242 জনকে নিয়ে নিরাপদে নয়াদিল্লিতে পৌঁছেছিল ৷ কিন্তু এরপরই বদলে যায় সামগ্রিক পরিস্থিতি ৷ বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে আক্রমণ ঘোষণা করার পর বন্ধ করে দেওয়া হয় সেদেশের এয়ারস্পেস ৷ এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটিকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয় দেশে ৷ তখনও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রায় 16 হাজার ভারতীয় আটকে ৷