নয়াদিল্লি, 24 মার্চ:কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) জন্য় সুখবর ৷ ফের মহার্ঘভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্য় সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের কর্মীদের আরও বাড়ল ডিএ-র ফারাক ৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা (Central Govt Ministry) আরও চার শতাংশ ডিএ বৃ্দ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ যার জেরে প্রায় 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী এই মহার্ঘ ভাতায় লাভবান হবেন ৷ প্রসঙ্গত এই 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ফলে 38 শতাংশ থেকে এখন কেন্দ্রের ডিএ বেড়ে হল 42 শতাংশ ৷
এদিন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার বিশেষ কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের জানান, ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) উভয়ের বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের রাজকোষের উপর প্রতি বছর অতিরিক্ত 13 হাজার কোটি টাকার প্রভাব পড়বে ৷ 1 জানুয়ারি, 2023 থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য় এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সপ্তম কেন্দ্রীয় পে-কমিশনের সুপারিশের উপর ভিত্তি করেই এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷