নয়াদিল্লি, 30 জুলাই:2019 থেকে 2021 সালের মধ্যে তিন বছরে দেশে 13.13 লাখেরও বেশি কিশোরী ও মহিলা নিখোঁজ হয়েছেন এবং তাঁদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ৷ আর তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, গত সপ্তাহে সংসদে পেশ করা হয়েছে একটি রিপোর্ট ৷ তাতে দেখা গিয়েছে, সারা দেশে 2019 থেকে 2021 সালের মধ্যে 18 বছরের বেশি 10,61,648 জন মহিলা ও সেই বয়সের নীচে 2,51,430 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য থেকে এই তথ্য সংগ্রহ করেছে কেন্দ্র ।
সংসদে দেওয়া তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে 2019 থেকে 2021 সালের মধ্যে 1,60,180 জন মহিলা এবং 38,234 জন কিশোর নিখোঁজ হয়েছেন ৷ ওই সময়ে পশ্চিমবঙ্গ থেকে মোট 1,56,905 জন মহিলা এবং 36,606 জন কিশোরী নিখোঁজ হয়েছে । মহারাষ্ট্রে উল্লিখিত সময়ের মধ্যে 1,78,400 জন মহিলা এবং 13,033 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ।
ওড়িশায় তিন বছরে 70,222 জন মহিলা এবং 16,649 জন কিশোরী নিখোঁজ হয়েছেন এবং উল্লিখিত সময়ের মধ্যে ছত্তিশগড় থেকে 49,116 জন মহিলা এবং 10,817 জন কিশোরী নিখোঁজ হন ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে নিখোঁজ কিশোরী ও মহিলার সংখ্যা সর্বাধিক ৷ জাতীয় রাজধানীতে 2019 থেকে 2021 সালের মধ্যে 61,054 জন মহিলা এবং 22,919 জন কিশোরী নিখোঁজ হন ৷ আর জম্মু ও কাশ্মীরে ওই সময়ে 8,617 জন মহিলা এবং 1,148 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ।