পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Girls-Women Missing: 2019 থেকে 2021-এর মধ্যে দেশজুড়ে নিখোঁজ 13.13 লাখ কিশোরী-মহিলা, তালিকায় দ্বিতীয় বঙ্গ

Govt Data on Girls-Women missing: 2019 থেকে 2021 সালের মধ্যে দেশজুড়ে নিখোঁজ হয়েছেন 13.13 লাখ কিশোরী ও মহিলা ৷ এই তালিকায় সবার উপরে রয়েছে মধ্যপ্রদেশ ৷ আর দ্বিতীয় নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম ৷

Girls-Women Missing
Girls-Women Missing

By

Published : Jul 30, 2023, 5:08 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই:2019 থেকে 2021 সালের মধ্যে তিন বছরে দেশে 13.13 লাখেরও বেশি কিশোরী ও মহিলা নিখোঁজ হয়েছেন এবং তাঁদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ৷ আর তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, গত সপ্তাহে সংসদে পেশ করা হয়েছে একটি রিপোর্ট ৷ তাতে দেখা গিয়েছে, সারা দেশে 2019 থেকে 2021 সালের মধ্যে 18 বছরের বেশি 10,61,648 জন মহিলা ও সেই বয়সের নীচে 2,51,430 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য থেকে এই তথ্য সংগ্রহ করেছে কেন্দ্র ।

সংসদে দেওয়া তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে 2019 থেকে 2021 সালের মধ্যে 1,60,180 জন মহিলা এবং 38,234 জন কিশোর নিখোঁজ হয়েছেন ৷ ওই সময়ে পশ্চিমবঙ্গ থেকে মোট 1,56,905 জন মহিলা এবং 36,606 জন কিশোরী নিখোঁজ হয়েছে । মহারাষ্ট্রে উল্লিখিত সময়ের মধ্যে 1,78,400 জন মহিলা এবং 13,033 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ।

ওড়িশায় তিন বছরে 70,222 জন মহিলা এবং 16,649 জন কিশোরী নিখোঁজ হয়েছেন এবং উল্লিখিত সময়ের মধ্যে ছত্তিশগড় থেকে 49,116 জন মহিলা এবং 10,817 জন কিশোরী নিখোঁজ হন ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে নিখোঁজ কিশোরী ও মহিলার সংখ্যা সর্বাধিক ৷ জাতীয় রাজধানীতে 2019 থেকে 2021 সালের মধ্যে 61,054 জন মহিলা এবং 22,919 জন কিশোরী নিখোঁজ হন ৷ আর জম্মু ও কাশ্মীরে ওই সময়ে 8,617 জন মহিলা এবং 1,148 জন কিশোরী নিখোঁজ হয়েছেন ।

আরও পড়ুন:একাধিকবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী সতেরোর কিশোরী! গ্রেফতার অভিযুক্ত বাবা ও প্রতিবেশী

কেন্দ্রীয় সরকার সংসদকে আরও জানায় যে, সারা দেশে নারীদের নিরাপত্তার জন্য তারা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে ৷ যার মধ্যে রয়েছে যৌন অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধের জন্য অপরাধমূলক আইন (সংশোধন), 2013 প্রণয়ন । এ ছাড়াও 12 বছরের কম বয়সি মেয়েদের ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড-সহ আরও কঠোর শাস্তির বিধান দিয়ে ফৌজদারি আইন (সংশোধন), 2018 প্রণীত হয়েছিল । এই আইনে ধর্ষণ মামলার তদন্ত ও চার্জশিট দুই মাসের মধ্যে শেষ করার এবং আরও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ।

সরকার ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম চালু করেছে যা দেশব্যাপী পরিষেবা দেয় ৷ সব জরুরি অবস্থার জন্য একক আন্তর্জাতিকভাবে স্বীকৃত নম্বর (112) ভিত্তিক সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে দুর্দশার স্থানের খবর পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । স্মার্ট পুলিশিং এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য প্রযুক্তি ব্যবহার করে, যে সেফ সিটি প্রকল্পগুলিকে প্রথম ধাপে আটটি শহরকে অনুমোদন দেওয়া হয়েছে -- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ এবং মুম্বই ৷

নাগরিকদের অশ্লীল বিষয়বস্তু রিপোর্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক 2018 সালের 20 সেপ্টেম্বর একটি সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details