ইম্ফল, 31 মে:মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর ৷ রাজ্য সফরে গিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রায় এক মাস ধরে রক্তক্ষয়ী জাতিগত সংঘর্ষের ধারাবাহিকতায় চূড়ান্ত বিশৃঙ্খলা মণিপুরে ৷ আর বুধবার ইম্ফলে গিয়ে অমিত শাহ জানান, সরকার যত দ্রুত সম্ভব মণিপুরে শান্তি পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷
মণিপুরে অশান্তি হলেও সেখানে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ শেষ পর্যন্ত এদিন ইম্ফলে গিয়ে কুকি-সহ বেশ কিছু গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেন অমিত শাহ ৷ একই সঙ্গে, ত্রাণ শিবিরে মেইতি এবং কুকি উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থদের সঙ্গেও দেখা করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি জানান, সরকারের এখন প্রাথমিক লক্ষ্য মানুষের বাড়তি নিরাপদ প্রদান নিশ্চিত করা। যুদ্ধরত সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মণিপুর সফরের তৃতীয় দিনে, শাহ টেংনুপাল জেলার মোরেহ পরিদর্শন করেন ৷ এরপর কাংপোকপি জেলায়ও যান শাহ ৷ এরপরই সুশীল সমাজের সংগঠনগুলির সঙ্গে বিস্তৃত আলোচনাও করেন তিনি। রাজ্য সরকারের তথ্য অনুসারে, তিনি কাংপোকপিতে এক ত্রাণ শিবির পরিদর্শন করার পর কুকি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন।