মুম্বই, 4 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন আরও এক বলি তারকা ৷ এবার কোভিড ভাইরাস থাবা বসাল অভিনেতা গোবিন্দার শরীরে ৷ রবিবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন স্ত্রী সুনীতা আহুজা ৷
সুনীতা জানিয়েছেন, 57 বছরের গোবিন্দার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়াব়ানটাইনে রয়েছেন তিনি ৷
এদিন সংবাদমাধ্যমকে গোবিন্দার স্ত্রী বলেন, ‘‘আজ সকালেই গোবিন্দার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ওঁর একবারে মৃদু উপসর্গ রয়েছে ৷ চিন্তার কোনও কারণ নেই ৷ বাড়িতেই কোয়ারানটাইনে রয়েছেন তিনি ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ৷’’