পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ, বীরেন সিংয়ের সঙ্গে কথা শাহের; উদ্বিগ্ন মমতাও - মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তপ্ত মণিপুর ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে গুলি করার নির্দেশ ৷ মোতায়েন আধাসেনা ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ টুইট করলেন উদ্বগ্নি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Manipur Violence
Manipur Violence

By

Published : May 4, 2023, 8:12 PM IST

Updated : May 4, 2023, 10:26 PM IST

অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ

ইম্ফল (মণিপুর), 4 মে: উত্তপ্ত মণিপুরে শুট অ্য়াট সাইটের নির্দেশ জারি হল ৷ যার অর্থ কোনও গোলমালের সময় পুলিশ ও প্রশাসনের হুঁশিয়ারি অমান্য করলে গুলি চালানোর ক্ষমতা দেওয়া হল ৷ বৃহস্পতিবার মণিপুরের রাজ্যপালের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে ৷ নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক ও প্রশাসনের অন্য আধিকারিকদের কাছে ৷

মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে ৷ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কী অবস্থায় রয়েছে, সেই নিয়ে খোঁজ নেন তিনি ৷ অন্যদিকে এই নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন । এটা রাজনীতি করার সময় নয় । রাজনীতি ও নির্বাচন অপেক্ষা করতে পারে ৷ কিন্তু আমাদের সুন্দর রাজ্য মণিপুরকে আগে রক্ষা করতে হবে । তাই আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথমে মণিপুরের যত্ন নিতে, সেখানে শান্তি ফিরিয়ে আনতে অনুরোধ করছি ।’’ পাশাপাশি তিনি মণিপুরের বাসিন্দাদেরও শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷

এদিকে উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে সিআরপিএফের পাঁচ কোম্পানি জওয়ান মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ওই সিআরপিএফ জওয়ানদের বৃহস্পতিবারই বায়ুসেনার এয়ারক্রাফটে ইম্ফলে পৌঁছে দেওয়া হয়েছে ৷

সামগ্রিক পরিস্থিতি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘‘সরকারের তরফে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ স্পর্শকাতর এলাকাগুলিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ আমরা আমাদের রাজ্যের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর ৷’’ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে ৷

মণিপুর নাগা ও কুকি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ মেটেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার প্রতিবাদে একটি ট্রাইবাল সলিডারিটি মার্চ আয়োজন করা হয় ৷ ওই মিছিলের পরই বুধবার ওই রাজ্য়ের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷ তার জেরেই ওই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন:মণিপুরে হিংসার ঘটনায় মোতায়েন সেনা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

Last Updated : May 4, 2023, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details