ইম্ফল (মণিপুর), 4 মে: উত্তপ্ত মণিপুরে শুট অ্য়াট সাইটের নির্দেশ জারি হল ৷ যার অর্থ কোনও গোলমালের সময় পুলিশ ও প্রশাসনের হুঁশিয়ারি অমান্য করলে গুলি চালানোর ক্ষমতা দেওয়া হল ৷ বৃহস্পতিবার মণিপুরের রাজ্যপালের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে ৷ নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক ও প্রশাসনের অন্য আধিকারিকদের কাছে ৷
মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে ৷ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কী অবস্থায় রয়েছে, সেই নিয়ে খোঁজ নেন তিনি ৷ অন্যদিকে এই নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন । এটা রাজনীতি করার সময় নয় । রাজনীতি ও নির্বাচন অপেক্ষা করতে পারে ৷ কিন্তু আমাদের সুন্দর রাজ্য মণিপুরকে আগে রক্ষা করতে হবে । তাই আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথমে মণিপুরের যত্ন নিতে, সেখানে শান্তি ফিরিয়ে আনতে অনুরোধ করছি ।’’ পাশাপাশি তিনি মণিপুরের বাসিন্দাদেরও শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷