নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর :এবার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের দেওয়ার ব্যবস্থা করতে চলেছে সরকার ৷ তবে এই পরিষেবা শুধু বিশেষভাবে সক্ষম ও যাঁরা চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য চালু হতে চলেছে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয়েছে ৷
আরও পড়ুন :Corona Update India : একলাফে সংক্রমণ বেড়ে 31 হাজারে, কমেছে সুস্থ রোগীর সংখ্যাও
সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারত এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে ৷ তবে সংক্রমণের সংখ্যা ক্রমশ কমছে ৷ সামগ্রিকভাবে সেটা স্বস্তির হলেও গত সপ্তাহে মোট সংক্রমণের 62.73 শতাংশ কেরালায় হয়েছে ৷ তাই এটা চিন্তার বলে জানিয়েছে কেন্দ্র ৷ উল্লেখ্য, কেরালায় এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লক্ষেরও বেশি ৷