নয়াদিল্লি, 30 নভেম্বর: সংসদকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভা থেকে 12জন বিরোধী সাংসদকে (suspension of 12 MPs) বরখাস্ত করার পর এটাই প্রতিক্রিয়া শীর্ষ কংগ্রেস নেতা কপিল সিবালের (Kapil Sibal on suspension of 12 MPs)৷ শীতকালীন অধিবেশনের (Winter session of parliament) প্রথম দিনটাকে সংসদের ইতিহাসে কালো দিন (black day in the history of Parliament) বলে আখ্যা দিলেন তিনি ৷
সোমবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে 12 জন সাংসদকে (Twelve Rajya Sabha MPs Suspended ) ৷ বাদল অধিবেশনে সংসদের ভিতরে বিক্ষোভ দেখানোর কারণে 12 জন সাংসদকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ৷ বাদল অধিবেশনের শেষ দিনে গণ্ডগোলের ঘটনার নিন্দা করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী (Union Minister of Parliamentary Affairs ) প্রহ্লাদ যোশি (Pralhad Joshi)৷ তারই জেরে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয় বিরোধী দলের 12 জন সাংসদকে ৷
এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, "সংসদের ইতিহাসে এটা একটা কালো দিন ৷ সরকারের উদ্দেশ্য স্পষ্ট ৷ তারা এই প্রতিষ্ঠানকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে ৷"
আরও পড়ুন:Twelve Rajya Sabha MPs Suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড 12 সাংসদ