পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষকদের আন্দোলনকে ছোট করতে চাইছে সরকার : রাহুল - কৃষকদের বিক্ষোভ নিয়ে রাহুল গান্ধি

শুক্রবার দিল্লিতে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে কৃষকদের বিক্ষোভ ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷

কৃষকদের আন্দোলনকে ছোট করতে চাইছে সরকার : রাহুল গান্ধি
কৃষকদের আন্দোলনকে ছোট করতে চাইছে সরকার : রাহুল গান্ধি

By

Published : Jan 29, 2021, 7:24 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : কৃষকদের আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ আর কংগ্রেস কৃষকদের বিক্ষোভের পাশে রয়েছে ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ গত 26 জানুয়ারি দিল্লিতে কৃষকদের বিক্ষোভ ঘিরে যে উত্তেজনা ছড়ায় আর তার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই এই মন্তব্য করেছেন রাহুল গান্ধি ৷

শুক্রবার দিল্লিতে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে রাহুল গান্ধির দাবি, সরকারের উচিত কৃষকদের সঙ্গে কথা বলা ৷ আর এই আইন প্রত্যাহার করতে হবে৷ তিনি এই বিষয়টিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন৷

কৃষকদের এই আন্দোলনকে দেশের কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধি৷ আর এই আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না বলেও তিনি জানিয়েছেন৷ রাহুল গান্ধির অভিযোগ, নতুন এই কৃষি আইন ব্যবসায়ীদের জন্য লাভজনক৷ এতে সমস্যায় পড়বে গরিব ও মধ্যবিত্তরা৷

আরও পড়ুন :হিংসার পর থেকে হদিশ নেই লালকেল্লার কিছু পুরাকীর্তির, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

এদিন রাহুল লালকেল্লার ঘটনা নিয়েও মুখ খুলেছন৷ তাঁর দাবি, যাঁরা সেদিন ভিতরে প্রবেশ করেছিল, আর যাঁরা প্রবেশ করতে দিয়েছিল, তাঁরা হয়তো ভুল ছিল৷ কিন্তু লক্ষ লক্ষ আন্দোলনকারী কৃষক ভুল হতে পারে না বলে তাঁর মত ৷

ABOUT THE AUTHOR

...view details