দিল্লি, 29 জানুয়ারি : কৃষকদের আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ আর কংগ্রেস কৃষকদের বিক্ষোভের পাশে রয়েছে ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ গত 26 জানুয়ারি দিল্লিতে কৃষকদের বিক্ষোভ ঘিরে যে উত্তেজনা ছড়ায় আর তার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই এই মন্তব্য করেছেন রাহুল গান্ধি ৷
শুক্রবার দিল্লিতে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে রাহুল গান্ধির দাবি, সরকারের উচিত কৃষকদের সঙ্গে কথা বলা ৷ আর এই আইন প্রত্যাহার করতে হবে৷ তিনি এই বিষয়টিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন৷