নয়াদিল্লি, 23 ডিসেম্বর :তাঁর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্র সেই দাবি উড়িয়ে দিয়েছে (government sources says instagram accounts of priyanka gandhi children not hack) ৷ কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি ৷
গত মঙ্গলবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা এই অভিযোগ তুলেছিলেন ৷ সেদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৷ তার আগে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছিলেন ৷ তার প্রেক্ষিতেই প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷ সরকারের কি আর কোনও কাজ নেই ?’’
এদিন সেই বিষয়টিই কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ তবে সরকারি তরফে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷ কিন্তু বুধবার এই নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা হয় সরকারের তরফে (Government Suo Motu probe ordered on this case) ৷ সরকারের ওই সূত্রের বক্তব্য, তদন্তের শুরুতেই যোগাযোগ করা হয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে ৷ তারা জানিয়েছে যে, প্রিয়াঙ্কার পরিবারের তরফে এই নিয়ে কোনও অভিযোগ তাদের কাছে আসেনি ৷ পুরো বিষয়টিই ভিত্তিহীন ৷