নয়াদিল্লি, 29 ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সুরক্ষায় দু’টি গাড়ি কিনতে চলেছে ভারত সরকার ৷ প্রতিটি গাড়ির দাম 12 কোটি টাকা করে ৷ মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে ৷ কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি নিয়ে যে তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় (government sources claims price of pm narendra modi new car is not true) ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷
যেহেতু পুরো বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীর সুরক্ষার বিষয়টি জড়িয়ে আছে, তাই সরকারি ওই সূত্র এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশে অস্বীকার করেছে ৷ তবে জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য মার্সিডিজের মেব্যাক এস 650 গাড়ি কেনা হচ্ছে (PMs New Maybach Car) ৷ তবে তার দাম 12 কোটি নয় ৷ ওই রেঞ্জের গাড়ির যা দাম হয়, সেই ক্রমতালিকায় এই গাড়িটির দাম তৃতীয় স্থানে রয়েছে ৷
ওই সূত্রের দাবি, যে সমস্ত ভিভিআইপিকে এসপিজি সুরক্ষা দেয়, তাঁদের নিরাপত্তার বিষয়টিও তারাই দেখে ৷ এক্ষেত্রে সিদ্ধান্ত এসপিজির তরফেই নেওয়া হয়েছে ৷ তাছাড়া এসপিজি সাধারণত ছ’বছর অন্তর গাড়ি বদল করায় ৷ আর মোদি এখন যে গাড়িটি ব্যবহার করেন, সেটি গত আট বছর ধরে চলছে ৷ তাই গাড়ি বদলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এসপিজি ৷