কালাবুরাগি (কর্ণাটক), 17 অক্টোবর:বাবা-মায়ের সম্মতি ছাড়া প্রেম করে বিয়ে করলে তা নিষিদ্ধ ঘোষণা করা হবে ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের কালাবুরাগি জেলার কমলাপুরা তালুকের ডোঙ্গারাগাঁও গ্রাম পঞ্চায়েত ৷ গ্রাম পঞ্চায়েত সভাপতি শান্তকুমার কে মুলগে ও অন্যান্য সদস্যরা একটি গ্রামসভা করেন ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এই বিষয়ে গ্রাম সভাপতি শান্তকুমার বলেন,"প্রেম করে বিয়ের কারণে ছেলে ও মেয়ে উভয় পরিবারের মধ্যেই বিরোধ দেখা দেয় ৷ এছাড়াও দেখা গিয়েছে বিয়ের কিছুদিন যেতে না যেতেই বেশিরভাগ বিবাহিত দম্পতিই কোনও উপযুক্ত কারণ ছাড়াই আলাদা হয়ে যায় ৷ তাই আমরা এই ধরনের বিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব পাস করেছি ৷"
এই সিদ্ধান্ত নিতে 10 অক্টোবর পঞ্চায়েতে একটি বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল ৷ সেখানেই পঞ্চায়েতের সদস্যরা যুক্তি দেখান যে, প্রেমিক-প্রেমিকাদের বাবা-মায়ের সম্মতি নিয়ে বিয়ে করা উচিত ৷ এরপরই সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে এই বিষয়ে সরকারকে কঠোর নির্দেশ দিতে হবে ৷ এমনকী বিষয়টি নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই নিয়েই শুরু হয় বিতর্ক ৷ ডোঙ্গারাগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনুরোধ করেছেন যে, সরকারের উচিত বাবা-মায়ের সম্মতি ছাড়া প্রেমের বিয়ে বন্ধ করা ৷ পাশাপাশি প্রেমিক-প্রেমিকাদেরও বাবা-মায়ের সম্মতি নিয়ে তবেই বিয়ে করা উচিত । এই বিষয়ে সরকারকে আইনি ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান পঞ্চায়েত সদস্যরা ৷
জানা গিয়েছে, গত 1 বছরে এই পঞ্চায়েতে 15টি এরকম প্রেমের বিয়ে হয়েছে ৷ বাবা-মায়ের বিরোধিতা সত্ত্বেও অনেকে প্রেম করে বিয়ে করেছেন ৷ সেই কারণেই এবার পঞ্চায়েত এহেন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ৷
আরও পড়ুন : খাদ্য দিবসে পাড়ার দেওয়ালে সচেতনতার পাঠ শেখালেন আদিবাসী যুবতী