নিউ দিল্লি, 18 মে : প্রত্যন্ত গ্রামের সরকারি আদিবাসী স্কুলে পড়ুয়াদের পড়াতে এবার থেকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" (এআই) ব্যবহার করবেন শিক্ষকরা ৷ এ নিয়ে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আর মাইক্রোসফ্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি ৷ সেই অনুযায়ী এআই নির্ধারিত পাঠ্যক্রম পাবে দেশের হিন্দি আর ইংরেজি ভাষার একলব্য মডেলের আবাসিক আর আশ্রমের স্কুলগুলির ছাত্রছাত্রীরা ৷
এই প্রকল্পের প্রথম দফায় মাইক্রোসফট 250 টি ইএমআরএস-এর জন্য কাজ করছে ৷
একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আর সমাজের অগ্রগতির কথা মাথায় রেখে এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রজেক্ট তৈরি করা হবে ৷ সেই প্রজেক্ট দিয়ে মন্ত্রকের অধীনে থাকা স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানো হবে ৷ খেলাধুলোর পরিবেশে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, মাইনক্রাফ্টের মাধ্যমে তাদের নতুন কিছু তৈরির চিন্তাশক্তির বিকাশ হবে ৷"