নয়াদিল্লি, 30 জুন: স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার । কেন্দ্রীয় সরকার শুক্রবার স্মল সেভিংস স্কিমের লগ্নিকারীদের জন্য বেশ বড় উপহার দিল। সরকার জুলাই থেকে সেপ্টেম্বরে 2023-এর ত্রৈমাসিকের জন্য ছোট জমাকারীদের বিভিন্ন যোজনায় অর্থাৎ স্মল সেভিংস স্কিমে 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে । আগামিকাল অর্থাৎ শনিবার থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্র । তবে পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়ানো হয়নি ।
কেন্দ্রীয় সরকার শুক্রবার ব্যাঙ্কিং ব্যবস্থায় উচ্চ-সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নির্বাচিত কিছু সঞ্চয় প্রকল্পে সুদের হার 0.3 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সর্বোচ্চ 0.3 শতাংশ সুদ বৃদ্ধি হয়েছে পাঁচ বছর সময়ের জন্য জমা রাখা আমানতের জন্য। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকারিং ডিপোজিটে (আরডি) আমানতকারীরা বর্তমান 6.2 শতাংশের পরিবর্তে 6.5 শতাংশ হারে সুদ পাবেন । একই সঙ্গে, পোস্ট অফিসে এক বছর মেয়াদের আমানতের ক্ষেত্রে এখন অতিরিক্ত 0.1 শতাংশ সুদ মিলবে এবং দু'বছর মেয়াদের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার 6.9 শতাংশ থেকে বাড়িয়ে 7 শতাংশ করা হয়েছে ।