বেঙ্গালুরু, 20 মার্চ : হিজাব মামলায় রায় প্রদানকারী কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ 3 বিচারপতিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে (Government Provide Y Category Security to Karnataka HC Judges) ৷ আজ এমনটাই জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ার অনুমতি না দেওয়া এবং ইসলাম ধর্মে হিজাব পরিধান বাধ্যতামূলক নয় ৷ এই রায়ের পর থেকেই বিশেষ বেঞ্চের ওই 3 বিচারপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তাই তাঁদের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করল কর্নাটক সরকার ৷ অন্যদিকে, এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ ৷
এদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী বেঙ্গালুরুতে তাঁর বাসভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে তিনজন বিচারপতি হিজাব পরিধান নিয়ে রায় দিয়েছেন, তাঁদের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে ৷ আমি ডিরেক্টর জেনারেল এবং আইজি-কে নির্দেশ দিয়েছি বিধানসৌধ পুলিশ স্টেশনে বিচারকদের প্রাণনাশের হুমকি দেওয়া নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগগুলির ভিত্তিতে ব্যবস্থা নিতে ৷’’
আরও পড়ুন : Hijab verdict : হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার 2