পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

মে ও জুন মাসে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় এই রেশন দেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Apr 23, 2021, 3:38 PM IST

Updated : Apr 23, 2021, 3:56 PM IST

নয়া দিল্লি, 23 এপ্রিল : মে ও জুন মাসে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় এই রেশন দেওয়া হবে ৷ এই প্রকল্পের আওয়াত প্রত্যেককে 5 কিলো করে খাদ্যশস্য দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান ৷ পুরো প্রকল্পের জন্য মোট 26 হাজার কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷

আজ দেশের 11টি করোনা আক্রান্ত রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধনমন্ত্রী ৷ রাজ্যগুলিতে করোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান ৷ সব রাজ্যগুলিকে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কেন্দ্র পূর্ণ সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী জানান ৷

রেশন ছাড়াও দেশ জুড়ে অক্সিজেনের ঘটতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী ৷ মোদি বলেন, ‘‘অক্সিজেন ট্যাঙ্কার যাওয়া-আসার সময় কীভাবে কম করা যায় তার সম্ভাব্য সব পথ নিয়ে কাজ করছে কেন্দ্র ৷ এর জন্য রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস চালু করেছে ৷ যাতায়তের সময় কমাতে খালি ট্যাঙ্কারগুলিকে এয়ার ফোর্সের বিশেষ বিমানে নিয়ে আসা হবে ৷ এছাড়া অক্সিজেন বিতরণের কেন্দ্রের ছাড়পত্র দেওয়া হলেই কো-অর্ডিনেশন কমিটি সেগুলি চাহিদা অনিযায়ী বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে পাঠিয়ে দেবে ৷’’

আরও পড়ুন : অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউর কথা মাথায় রেখে আগেই নিজেদের পরিকল্পনার কথা জানায় দেশের প্রতিরক্ষা মন্ত্রক৷ দেশ অক্সিজেনর অভাব দেখা গেছে ৷ সেই ঘাটতি মেটাতে জার্মানি থেকে অক্সিজেন প্লান্ট ও কন্টেনার আনার পরিকল্পনা করেছে এএফএমএস ৷ জার্মানি থেকে 23টি চলমান অক্সিজেন প্লান্ট এয়ার লিফ্ট করে দেশে আনা হবে ৷ সেগুলি এএফএমএস হাসপাতালগুলিকে বসানো হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে এই অক্সিজেন প্লান্টগুলি দেশে এসে যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Apr 23, 2021, 3:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details