নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: আইনে পরিণত হল ঐতিহাসিক 'মহিলা সংরক্ষণ বিল' ৷ লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠায় কেন্দ্রীয় সরকার ৷ এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সম্মতি দেওয়ার পরই তা আইনে পরিণত হয়েছে ৷ শুক্রবার কেন্দ্রের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে মহিলা সংরক্ষণ আইন সর্বসমক্ষে আনা হয় ৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়ার পর 'নারী শক্তি বন্ধন অধিনিয়ম' ভারতে আইনসিদ্ধ হয়েছে ৷ এখন এই বিল আইনে পরিণত হওয়ায়, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তবে নতুন আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই সংরক্ষণ কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়ছে। সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশনে, মহিলা সংরক্ষণ বিলটি চলতি মাসে লোকসভা এবং রাজ্যসভা পাশ হয় ৷ যা ভারতীয় সংসদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিজেপি বর্ণনা করেছে ৷ গত 19 সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে অধিবেশ এবং সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পর সেখানেই এই বিল পাশ হয়।