নয়াদিল্লি, 5 নভেম্বর :ভারতের 38 হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন (China continues to illegally occupy approximately 38000 sq km of Indian territory) ৷ শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন (Minister of State for External Affairs V Muraleedharan) লোকসভায় জানিয়েছেন, গত ছয় দশক ধরে ওই এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন ৷ যে এলাকার কথা বলা হয়েছে, তার পুরোটাই কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত ৷
সংসদে জমা দেওয়া একটি লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, লাদাখের শক্সগাম উপত্যকায় পাকিস্তানও অনেকটা জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে ৷ তার মধ্যে 5180 বর্গ কিলোমিটার এলাকা আবার তারা চিনকে দিয়ে দেয় ৷ 1963 সালে পাকিস্তান ও চিনের মধ্যে একটি সীমানা চুক্তি হয় (Pakistan China So Called Boundary Agreement signed in 1963) ৷ যার অধীনে অবৈধভাবে দখল করে রাখা ওই এলাকা পাকিস্তান চিনকে দেয় ৷
বহুজন সমাজ পার্টির সাংসদ শ্যাম যাদব সিংয়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী মুরলিধরন বলেন, ‘‘ভারত সরকার কখনওই পাকিস্তান ও চিনের মধ্যে হওয়া 1963 সালের ওই সীমানা চুক্তিকে স্বীকৃতি দেয়নি ৷ আর ওই এলাকা দখল করে রাখা অবৈধ বলেই ভারত নিজেদের অবস্থান বজায় রেখেছে ৷’’ তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরো এলাকায় ভারতের অংশ ৷ তা বহুবার পাকিস্তান ও চিনকে জানানো হয়েছে ৷