নয়াদিল্লি, 17 মার্চ: প্রতি বছর হাতির হামলায়, বাঘের আক্রমণে বহু মানুষের মৃত্যু হয় ৷ তা সংবাদ শিরোনামে জায়গা করে নেয় ৷ কিন্তু তার সংখ্যা কত ? বৃহস্পতিবার রাজ্যসভায় তার হিসেব দিল কেন্দ্রীয় সরকার ৷ সরকারি হিসেব অনুযায়ী, গত তিন বছরে 1 হাজার 581 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র হাতির তাণ্ডবে ৷ আর 207 জনের মৃত্যুর জন্য দায়ী জাতীয় পশু বাঘ (Government data of Human Death in Elephant and Tiger Attack in Rajya Sabha) ৷
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার উপাধ্যায় এই হিসেব দিয়েছেন রাজ্যসভায় ৷ তামিলনাড়ুর সাংসদ ডি বীরেন্দ্র হেগাড়ে (Veerendra Heggade, Member of Rajya Sabha) প্রশ্ন করেছিলেন, গত তিন বছরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর কি সরকারের কাছে আসে ? এর উত্তরে হাতি ও বাঘের হামলায় মানুষের মৃত্যুর হিসেব দেন রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার উপাধ্যায় ৷ তিনি রাজ্যভিত্তিক তথ্য তুলে ধরেন রাজ্যসভায় ৷ 2019 সালে হাতির হানায় মারা গিয়েছেন 585 জন, 2020 সালে 461 জন এবং 2021 সালে 535 জনের মৃত্যু হয়েছে ৷