আমেদাবাদ, 15 জুন: আছড়ে পড়বে বিপর্যয় ৷ আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে গুজরাত উপকূলে আঘাত হানতে চলেছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি ৷ বৃহস্পতিবার ভোরে মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, 'বিপর্যয়' বুধবার রাত আড়াইটে নাগাদ উত্তর-পূর্ব আরব সাগরে অবস্থান করছিল ৷ এটি গুজরাতের জাখাউ বন্দর থেকে 200 কিমি দূরত্বে পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত ৷
15 জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে বয়ে যাবে ৷ এর সংলগ্ন পাকিস্তানের উপকূল মান্ডবি এবং করাচির কাছ দিয়েও যাবে 'বিপর্যয়' ৷ এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন ৷ প্রতিদিনই মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আটটি উপকূলীয় জেলা থেকে রাজ্য সরকার 74 হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
ইতিমধ্যে কচ্ছের জাখাউ বন্দরে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে ঝোড়ো হাওয়া বইছে ৷ আবহাওয়া দফতর গুজরাত, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দমন দিউ, লাক্ষাদ্বীপে সতর্কতা জারি করেছে ৷ বিপর্যয়ের মুখোমুখি হতে তৈরি সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ৷