পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrababu Naidu: অসুস্থ চন্দ্রবাবুর চিকিৎসায় কাঁটা জেল কর্তৃপক্ষ! বিস্ফোরক দাবি টিডিপির - ইটিভি ভারত

ইটিভি ভারতের প্রতিনিধি বিষয়টি নিয়ে জেল সুপারকে প্রশ্ন করলে তিনি জানান, চন্দ্রবাবুর এখনই চোখের অপারেশনের প্রয়োজন নেই । এদিকে টিডিপির দাবি, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সামনে আসতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ ।

Chandrababu Naidu
অসুস্থ চন্দ্রবাবুর চিকিৎসায় কাঁটা জেল কর্তৃপক্ষ

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 12:54 PM IST

অমরাবতী,26 অক্টোবর: জেলবন্দি চন্দ্রবাবুর নাইডুর অসুস্থতার রিপোর্টকে গুরুত্ব না দিয়ে তাঁকে সুস্থ প্রমাণে ব্যস্ত জেল কর্তৃপক্ষ । এমনই বিস্ফোরক দাবি তেলেগু দেশম পার্টির । অভিযোগ, অন্ধ্রপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় রাজ্য সরকার। এমনকী, রাজামহেন্দ্রভরম জেল, যেখানে চন্দ্রবাবু নাইডু বন্দি, সেখানকার কর্তৃপক্ষের চরম গাফিলতি চোখে পড়ছে। টিডিপি নেতৃত্বের আরও দাবি, বুধবার সরকারি হাসপাতালের চিকিৎসক চন্দ্রবাবুর চোখের চিকিৎসা প্রয়োজনীয়তার কথা জানালেও তা নিয়ে উদ্যোগী নয় জেল কর্তৃপক্ষ। চোখের রিপোর্ট বদলে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ।

এই প্রসঙ্গে রাজামহেন্দ্রভরম জেলের সুপার রাহুলকে ইটিভি ভারত প্রশ্ন করলে তিনি জানান, চার মাস আগে চন্দ্রবাবু নাইডুর একটি চোখে ছানি অপারেশন হয়েছিল । বুধবার চিকিৎসকরা জানান, তাঁর অন্য চোখে এখনই অপারেশনের প্রয়োজন নেই ।

এদিকে, দুর্নীতি মামলায় গ্রেফতার চন্দ্রবাবু নাইডুর জামিন-মামলার শুনানি আগামী শুক্রবার। এসিবি (দুর্নীতি দমন শাখা) আদালত চন্দ্রবাবু নাইডুর জামিনের আবেদন খারিজ করার পর, হাইকোর্টে জামিনের আবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই মামলার শুনানি। ইতিমধ্যেই, হাইকোর্ট রাজামহেন্দ্রভরম জেল কর্তৃপক্ষের কাছে চন্দ্রবাবু নাইডুর মেডিক্যাল রিপোর্ট চেয়েছে ।

আরও পড়ুন:জেলের গরমে অ্যালার্জির সমস্যায় চন্দ্রবাবু, সংশোধনাগারে গিয়ে দেখে এলেন চিকিৎসকরা

এর আগে জেলের গরমে ত্বকের অ্য়লার্জিজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন টিডিপি নেতা। প্রবল গরম ও বদ্ধ পরিবেশের জন্য এই অ্যালর্জি বলে জানা যায়। ঘটনা খুব বেশি দিন আগের নয়। অক্টোবর মাসেরই 13 তারিখ নাগাদ চন্দ্রবাবুর স্কিন অ্যালার্জির খবর সামনে এসেছিল । জেল কর্তৃপক্ষ সেই সময় চন্দ্রবাবুর চিকিৎসার একটি মেডিক্যাল টিম জন্য গঠন করে।

প্রায় 2 মাস রাজামহেন্দ্রভরম জেলে বন্দি তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে নয়ছয়ের অভিযোগ নাইডুর বিরুদ্ধে । এক মাস আগেই চন্দ্রবাবু নাইডু নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর ওজন অনেকটাই কমে গেছে। সবমিলিয়ে, শারীরিক অসুস্থতা ও আদালতের শুনানি ঘিরে বেশ উদ্বেগে নাইডু ।

ABOUT THE AUTHOR

...view details