নয়াদিল্লি, 26 ডিসেম্বর : গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, 15 থেকে 18 বছর বয়সীদের 3 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ মোদির ঘোষণার 24 ঘণ্টাও কাটেনি ৷ আর তার আগেই সরকারের এই সিদ্ধান্তকে ‘অবৈজ্ঞনিক’ (Government Decision to Vaccinate Children Unscientific) অ্যাখ্যা দিয়ে দিলেন এইমসের মহামারি বিশেষজ্ঞ গবেষক তথা কোভ্যাকসিনের প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের উপর প্রয়োগের পরীক্ষাকারী দলের প্রধান সঞ্জয়কুমার রাই ৷ তাঁর মতে, সরকারের এই সিদ্ধান্ত কোনও বাড়তি সুবিধা দেবে না ৷
চিকিৎসক সঞ্জয়কুমার রাই (Senior AIIMS Epidemiologist Sanjay Kumar Rai) বলেন, ‘‘সরকারের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর করার আগে, অন্য দেশ থেকে তথ্য এনে তা বিশ্লেষণ করা উচিত ৷ অর্থাৎ, যে সব দেশ ইতিমধ্যে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু করেছে, তাদের থেকে তথ্য চাওয়া উচিত ৷ যাতে বোঝা যাবে, ভ্যাকসিন বাচ্চদের উপর কতটা কার্যকরী হচ্ছে ৷’’
আরও পড়ুন : Rahul Gandhi on Covid booster doses : আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে : রাহুল