পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Children Vaccination is Unscientific : বাচ্চাদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক, দাবি এইমসের মহামারি বিশেষজ্ঞের - Government Decision to Vaccinate Children Unscientific

অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Government Decision to Vaccinate Children Unscientific) ৷ এমনটাই জানালেন এইমসের মহামারি বিশেষজ্ঞ গবেষক সঞ্জয়কুমার রাই ৷ তাঁর মতে, অন্যান্য দেশ যারা আগে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু করেছে ৷ তাদের থেকে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য এনে, তা বিশ্লেষণ করার প্রয়োজন ছিল ৷ এতে ভবিষ্যতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা হবে বলে জানান তিনি ৷

Children Vaccination is Unscientific
Children Vaccination is Unscientific

By

Published : Dec 26, 2021, 4:03 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর : গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, 15 থেকে 18 বছর বয়সীদের 3 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ মোদির ঘোষণার 24 ঘণ্টাও কাটেনি ৷ আর তার আগেই সরকারের এই সিদ্ধান্তকে ‘অবৈজ্ঞনিক’ (Government Decision to Vaccinate Children Unscientific) অ্যাখ্যা দিয়ে দিলেন এইমসের মহামারি বিশেষজ্ঞ গবেষক তথা কোভ্যাকসিনের প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের উপর প্রয়োগের পরীক্ষাকারী দলের প্রধান সঞ্জয়কুমার রাই ৷ তাঁর মতে, সরকারের এই সিদ্ধান্ত কোনও বাড়তি সুবিধা দেবে না ৷

চিকিৎসক সঞ্জয়কুমার রাই (Senior AIIMS Epidemiologist Sanjay Kumar Rai) বলেন, ‘‘সরকারের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর করার আগে, অন্য দেশ থেকে তথ্য এনে তা বিশ্লেষণ করা উচিত ৷ অর্থাৎ, যে সব দেশ ইতিমধ্যে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু করেছে, তাদের থেকে তথ্য চাওয়া উচিত ৷ যাতে বোঝা যাবে, ভ্যাকসিন বাচ্চদের উপর কতটা কার্যকরী হচ্ছে ৷’’

আরও পড়ুন : Rahul Gandhi on Covid booster doses : আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে : রাহুল

এটা বাচ্চাদের স্কুল ও কলেজে পাঠানোর ক্ষেত্রে, তাদের বাবা-মায়ের অনেকটা নিশ্চিন্ত করবে ৷ যা অতিমারীর বিরুদ্ধে লড়াইকে অনেকটা সহজ করবে বলে মনে করেন রাই ৷ তিনি ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে (AIIMS Doctor says Government Decision to Vaccinate Children Unscientific) ৷ অন্যান্য দেশে ভ্যাকসিন বাচ্চাদের উপর কতটা কার্যকরী, তা জানা গেলে স্কুলে পড়াশোনা স্বাভাবিক করতেও সরকারের সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

সঞ্জয় বলেন, ‘‘আমি নরেন্দ্র মোদির নিঃস্বার্থভাবে দেশ সেবা করার ভক্ত ৷ তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্তু, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তাঁর অবৈজ্ঞানিক সিদ্ধান্ত আমি খুব হতাশ হয়েছি ৷’’ টুইটে এই বার্তা লিখে প্রধানমন্ত্রীর সরকারি টুইটারে ট্যাগও করেছেন তিনি (Children Vaccination is Unscientific) ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details