নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: এক দেশ, এক ভোট ৷ এই ভাবনাকে বাস্তবায়িত করতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে এই খবর জানা গিয়েছে। এক রাষ্ট্র, এক নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি ৷ সেই কমিটির প্রধান নির্বাচিত করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ৷ রাষ্ট্রপতি থাকাকালীন তিনিও 'এক দেশ, এক ভোট'-এর উপর জোর দিয়েছিলেন ৷
বৃহস্পতিবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সংসদীয় অধিবেশ হবে ৷ তারপরই এই খবর সামনে এল ৷ বহুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই 'এক রাষ্ট্র, এক নির্বাচন' কার্যকর করার কথা ভাবনাচিন্তা করছেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, সেপ্টেম্বরের মাঝামাঝি পাঁচদিনের সংসদীয় অধিবেশনেই 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' বিল পাশ করার চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ তাই তড়িঘড়ি কমিটি গঠন করা হয়েছে ৷ এই বিল কার্যকর হলে বিধানসভা ও লোকসভা নির্বাচন একই সঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: কমিটি তো হল, 'এক দেশ এক ভোট' কি চালু হবে ?
এই 'এক দেশ, এক ভোট' প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন "1967 সাল পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন পাশাপাশি হচ্ছিল ৷ যা উন্নয়নমূলক আবহাওয়া তৈরিতে সাহায্য করেছিল ৷ এখও পর্যন্ত কমিটি গঠন হয়েছে ৷ এত দুশ্চিন্তা করার কী আছে ?"