পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Afghanistan: সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, দলগুলিকে পরিস্থিতি জানাবে বিদেশমন্ত্রক - নরেন্দ্র মোদি

আফগানিস্তানের (Afghanistan) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক (All-Party Meeting) ডেকেছে কেন্দ্র ৷ রাজনৈতিক দলগুলির নেতাদের সে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷

Afghanistan: Government Calls All-Party Meeting On Thursday, MEA to brief political parties
সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, দলগুলিকে পরিস্থিতি জানাবে বিদেশমন্ত্রক

By

Published : Aug 23, 2021, 4:50 PM IST

Updated : Aug 23, 2021, 6:17 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: আফগানিস্তানের (Afghanistan) সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক (All-Party Meeting) ডাকল কেন্দ্রীয় সরকার ৷ এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুদ্ধদীর্ণ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷ টুইট করে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar )৷

জয়শংকর টুইটে লেখেন, "আফগানিস্তানের পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী মোদি নির্দেশ দিয়েছেন যে, বিদেশমন্ত্রক রাজনৈতিক দলগুলির সাংসদদের এ বিষয়ে সবিস্তার জানাবে ৷"

সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, দলগুলিকে পরিস্থিতি জানাবে বিদেশমন্ত্রক

আরও পড়ুন:Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশিও টুইট করে সর্বদলীয় বৈঠকের কথা জানান ৷ তিনি লেখেন, "আগামী 26 অগস্ট বেলা 11টায় নয়াদিল্লির সংসদ ভবনে মেইন কমিটি রুমে রাজনৈতিক দলগুলির সাংসদদের আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবিস্তার জানাবেন বিদেশমন্ত্রী ৷ ই মেলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সংশ্লিষ্ট সবাইকে সেখানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ৷"

আরও পড়ুন:Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ চালাচ্ছে দিল্লি ৷ প্রতিদিন কাবুলে দু'টি করে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ আফগানিস্তানে থাকা যে হিন্দু ও শিখরা সাহায্যপ্রার্থী, কেন্দ্র তাঁদেরও পাশে দাঁড়াবে বলে আশ্বস্ত করেছে ৷ 17 অগস্ট এই নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৷ দেশের সব আধিকারিকদের নিরাপদে উদ্ধার করা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি ৷ বিদেশমন্ত্রকও আগেই জানিয়েছে যে, আফগানিস্তান থেকে প্রত্যেক ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷

আরও পড়ুন :Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

এখনও পর্যন্ত তিনটি বিমানে প্রায় 400 জনকে আফগানিস্তান থেকে উদ্ধার করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ৷ এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে আরও 87 জন ভারতীয় ও দু'জন নেপালের নাগরিককে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাঁদের তাজিকিস্তানের রাজধানী থেকে উদ্ধার করেছে বায়ুসেনার বিমান ৷ এ ছাড়াও আমেরিকা গত কয়েকদিনে কাবুল থেকে 135 জন ভারতীয়কে উদ্ধার করে দোহায় নিয়ে গিয়েছে ৷ সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরেছেন তাঁরা ৷

Last Updated : Aug 23, 2021, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details