নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: আগামী 18 সেপ্টেম্বর সংসদে বসতে চলছে বিশেষ অধিবেশন ৷ তার আগে আগামী 17 সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হল ৷ বুধবার এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷
গত মাসেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ পরের অধিবেশন হওয়ার কথা ছিল শীতে ৷ শীতকালীন অধিবেশন হওয়ার আগেই আরও একটি অধিবেশন বসতে চলেছে সংসদে ৷ অগস্টের শেষে কেন্দ্রের তরফে এই অধিবেশনের বিষয়ে ঘোষণা করা হয় ৷ তার পর থেকে এই নিয়ে নানা জল্পনা চলছে ৷ কী নিয়ে আলোচনা হবে, কী কী বিল পেশ হতে পারে, সেই নিয়েই জল্পনা চলছে দেশজুড়ে ৷
বিরোধীদের তরফে বারবার এই নিয়ে সরকারের কাছে দাবি করা হয়েছে যে অধিবেশনের আলোচ্য বিষয় প্রকাশ্যে আনা হোক ৷ কিন্তু সরকারি তরফে এখনও কিছু জানা যায়নি ৷ এবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে পোস্ট করে সর্বদলীয় বৈঠকের বিষয়ে জানান ৷ আগামী রবিবার বিকেল সাড়ে চারটের সময় ওই বৈঠক শুরু হবে বলে তিনি জানিয়েছেন ৷ বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে সমস্ত দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের কাছে ইমেল করা হয়েছে বলেও জানিয়েছেন প্রহ্লাদ যোশী ৷
উল্লেখ্য, সংসদের বিশেষ অধিবেশন নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কী নিয়ে আলোচনা হবে, সেই বিষয়ে ওই চিঠিতে তিনি প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে ৷ তাছাড়া অন্য রাজনৈতিক দলগুলিও বিভিন্ন মাধ্যমে এই নিয়ে প্রশ্ন তুলেছে ৷