নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : বিপিন রাওয়াতের (Bipin Rawat) আকস্মিক প্রয়াণের পর ফাঁকাই ছিল দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS) পদটি ৷ বুধবার সেই পদে নিযুক্ত করা হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (Retired Lt General Anil Chauhan) ৷ প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে ৷
2020 সালের 1 জানুয়ারি দেশের প্রথম সিডিএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত ৷ তিনবাহিনীর সঙ্গে সংযোগরক্ষা করে দেশের সামরিক শক্তিকে আরও সুসজ্জিত করতেই ওই পদ তৈরি করা হয় ৷ আমৃত্যু ওই পদে ছিলেন বিপিন রাওয়াত ৷
10 মাস আগে তামিলনাড়ুর কুনুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চপার দুর্ঘটনার কবলে পড়েন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ৷ ওই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান ৷ তাঁর পর দেশের দ্বিতীয় সিডিএস হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ৷