পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরকার, জনসাধারণ সবাই সুরক্ষাবিধি অবহেলা করায় এই পরিস্থিতি ; বললেন ভাগবত - মানুষকে পজিটিভ আর সক্রিয় থাকতে

দেশে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর সরকার, প্রশাসন, জনসাধারণ, সবাই সুরক্ষাবিধিকে উপেক্ষা করেছে ৷ সেই কারণেই আজ এই পরিস্থিতি ৷ তবে এই সময়টা আঙুল তোলার সময় নয়, একসঙ্গে পাহাড়ের মতো সঙ্ঘবদ্ধ ভাবে রুখতে হবে এই প্যানডেমিককে, বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের ৷

আরএসএস প্রধান মোহন ভাগবত
আরএসএস প্রধান মোহন ভাগবত

By

Published : May 16, 2021, 12:58 PM IST

নিউ দিল্লি, 16 মে : কোভিড-19-এর প্রথম ধাক্কার পর সরকার, প্রশাসন আর জনতা সবাই বিষয়টাকে অবহেলা করেছিল, যার জেরেই আজ এরকম অবস্থা হয়েছে ৷ বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ শনিবার "পজিটিভিটি আনলিমিটেড"-এর উপর বক্তৃতার সময় তিনি মানুষকে পজিটিভ আর সক্রিয় থাকতে অনুরোধ করেন ৷

তিনি বলেন, "কী সরকার, কী প্রশাসন অথবা জনগণ, প্রত্যেকে প্রথম ঢেউয়ের পর সুরক্ষাবিধিগুলির প্রয়োগে অবহেলা করেছিল, যদিও চিকিৎসকরা বারে বারেই সতর্ক করছিলেন ৷" তিনি তৃতীয় ঢেউয়ের কথাও উল্লেখ করে সবাইকে ভয় না পেয়ে একসঙ্গে একটা পাহাড়ের মতো সংঘবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন ৷

আরো পড়ুন: কোভিড-19-এর চিকিৎসা থেকে বাদ পড়তে পারে প্লাজ়মা থেরাপি

কোভিড সংক্রমণ রুখতে মানুষকে পজিটিভ থাকতে হবে, নিজেদের কোভিড নেগেটিভ রাখতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে ৷ এই সময় কারোর দিকে আঙুল তোলার সময় নয়, বরং অযৌক্তিক মন্তব্য না করাই উচিত ৷

দেশের কোভিড পরিস্থিতির প্রসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেন ৷ এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ডেস্কের একটি উক্তিও শোনান "এই অফিসে কোনো নিরাশাবাদ নেই ৷ আমরা হেরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কৌতূহলী নই ৷ তাদের অস্তিত্ব নেই ৷" একই রকম, এই পরিস্থিতিতে সাহস হারিয়ে ফেললে চলবে না, বেঁচে থাকার উৎসাহ জোগালেন ভাগবত ৷

ABOUT THE AUTHOR

...view details