পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mysterious Island : গুগল ম্য়াপে কোচির কাছে এক রহস্যময় দ্বীপের অস্তিত্ব নিয়ে তোলপাড় - সমুদ্রের মধ্যে দেখা গেল একটি দ্বীপ

স্যাটালাইট ছবি ফেসবুকে শেয়ার করে চেল্লানম কৃষিকা টুরিজম ডেভলপমেন্টে সোসাইটির এক আধিকারিক জুলাপ্পন কালিপ্পারামবিল লেখেন, কোচি বন্দর থেকে এটি 7 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8 কিলোমিটার ও 3.5 কিলোমিটার ৷ মোট এলাকাটি প্রায় 22 স্কোয়ার কিলোমিটার ৷

রহস্যময় দ্বীপ
রহস্যময় দ্বীপ

By

Published : Jun 18, 2021, 7:35 PM IST

কোচি(কেরালা), 18 জুন : গুগল ম্যাপে হঠাৎ সামনে এল একটি উদ্ভট জিনিস ৷ কোচি বন্দর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে দেখা গেল একটি দ্বীপ ৷ যা দেখতে অনেকটা মানুষের কিডনির মতো ৷ গুগল ম্যাপের সেই ছবি দেখে শুরু হৈচৈ ৷ কারণ বাস্তবে ওই স্থানে নেই কোনও দ্বীপ ৷ স্থানীয় লোক থেকে বিশেষজ্ঞরা সবাই হতভম্ব ৷

তবে বিশেষজ্ঞদের ধারণা, জলের নিচে ধীরে ধীরে তৈরি হচ্ছে ওই দ্বীপ ৷ যা ইতিমধ্যেই ধরা পড়েছে গুগল ম্যাপের স্যাটালাইটে ৷ বিষয়টি প্রথম নজরে আসে চেল্লানম কৃষিকা টুরিজম ডেভলপমেন্টে সোসাইটির ৷ তাঁরা চিঠি লিখে পুরো বিষয়টি জানায় কেরালা ইউনিভার্সিটি অফ ফিসারিজ এ্যান্ড ওসান স্টাডিজকে ৷ আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে কেইউএফওএস ৷ যাঁরা ইতিমধ্যে উপকূলের ভূমিক্ষয় নিয়ে কাজ করছে ৷

স্যাটালাইট ছবি ফেসবুকে শেয়ার করে চেল্লানম কৃষিকা টুরিজম ডেভলপমেন্টে সোসাইটির এক আধিকারিক জুলাপ্পন কালিপ্পারামবিল লেখেন, কোচি বন্দর থেকে এটি 7 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8 কিলোমিটার ও 3.5 কিলোমিটার ৷ মোট এলাকাটি প্রায় 22 স্কোয়ার কিলোমিটার ৷

তাঁর কথায় এই দ্বীপ জাগরণের কারণ হতে পারে উপকূলের ভূমিক্ষয় ৷ তবে কৃত্রিমভাবে এই দ্বীপ তৈরির কথাও উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷ তাঁর দাবি, এই রহস্যময় দ্বীপের অধ্যয়নের ফলে কেরালা উপকূলে ক্ষয়জনিত সমস্যা মোকাবিলার জন্য উন্নয়নশীল পদ্ধতি তৈরি করা যাবে ৷

আরও পড়ুন :WTC Final (EXCLUSIVE) : বিরাট-রোহিতদের সতর্ক হয়ে ড্রাইভ খেলার পরামর্শ ইঞ্জিনিয়ারের

কেরালায় উপকূলে ক্ষয় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষ করে ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবের পর যা আরও বেড়ে গিয়েছে ৷ তখতের পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে উপকূলের ক্ষয়কে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়েছেন ৷

চেল্লানম কৃষিকা টুরিজম ডেভালপমেন্টে সোসাইটি তরফে কেইউএফওএসকে চিঠিতে জানানো হয়েছে, এই কাঠামোটি তৈরি হওয়া নিয়ে আরও অধ্যয়নের প্রয়োজন ৷ এই অদৃশ্য দ্বীপ সমুদ্রের ঢেউয়ের উপর কী প্রভাব ফেলবে তা জানা দরকার ৷

ABOUT THE AUTHOR

...view details