কোচি(কেরালা), 18 জুন : গুগল ম্যাপে হঠাৎ সামনে এল একটি উদ্ভট জিনিস ৷ কোচি বন্দর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে দেখা গেল একটি দ্বীপ ৷ যা দেখতে অনেকটা মানুষের কিডনির মতো ৷ গুগল ম্যাপের সেই ছবি দেখে শুরু হৈচৈ ৷ কারণ বাস্তবে ওই স্থানে নেই কোনও দ্বীপ ৷ স্থানীয় লোক থেকে বিশেষজ্ঞরা সবাই হতভম্ব ৷
তবে বিশেষজ্ঞদের ধারণা, জলের নিচে ধীরে ধীরে তৈরি হচ্ছে ওই দ্বীপ ৷ যা ইতিমধ্যেই ধরা পড়েছে গুগল ম্যাপের স্যাটালাইটে ৷ বিষয়টি প্রথম নজরে আসে চেল্লানম কৃষিকা টুরিজম ডেভলপমেন্টে সোসাইটির ৷ তাঁরা চিঠি লিখে পুরো বিষয়টি জানায় কেরালা ইউনিভার্সিটি অফ ফিসারিজ এ্যান্ড ওসান স্টাডিজকে ৷ আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে কেইউএফওএস ৷ যাঁরা ইতিমধ্যে উপকূলের ভূমিক্ষয় নিয়ে কাজ করছে ৷
স্যাটালাইট ছবি ফেসবুকে শেয়ার করে চেল্লানম কৃষিকা টুরিজম ডেভলপমেন্টে সোসাইটির এক আধিকারিক জুলাপ্পন কালিপ্পারামবিল লেখেন, কোচি বন্দর থেকে এটি 7 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8 কিলোমিটার ও 3.5 কিলোমিটার ৷ মোট এলাকাটি প্রায় 22 স্কোয়ার কিলোমিটার ৷