নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:এবার ভূমিকম্পের অ্যালার্ট পাবেন ভারতীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইলের সেন্সরের সাহায্যে এই ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগুল ৷ বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে গুগলের মাধ্যমে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করেই এই সতর্কবার্তা পাঠাবে গুগল ৷
গুগলের নিজস্ব একটি ব্লগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই গুগলের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ যাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে এই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে ৷ এটি য়াতে দ্রুত ভারতে চালু করা যায় ৷ ব্যবহারকারীদের এলাকায় যখন ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হবে তখনই ব্যবহারকারীরা সতর্কবার্তা পেয়ে যাবেন ৷ এটি আপাতাত অ্যান্ড্রয়েড 5 অপারেটিং ও অত্যাধুনিক অপারেটিং সিস্টেমগুলির ক্ষেত্রেই প্রযোজ্য ৷ গুগলের ওই ব্লগে আরও উল্লেখ করা হয়েছে, অ্যান্ড্রয়েড সিস্টেমের স্মার্টফোনে থাকা অ্যাক্সিলোমিটারের এইক্ষেত্রে সিসমোমিটারের কাজ করবে ৷
গুগল প্রকাশিত তথ্য অনুয়ায়ী, যখন কোনও অ্যান্ড্রয়েড ফোন চার্জে দেওয়া হয় সেটিতে কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের সময়েও যদি কোনওরকম কম্পন হয় তবে সেটিও নির্ধারণ করতে পারবে ৷ গুগলের পক্ষ থেকে ভূমিকম্পের এই সতর্কবার্তা পাঠানো হবে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ও কত মাত্রার ভূমিকম্প হতে পারে তাও জানা যাবে ৷