পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Google Launches Earthquake Alert System: ভারতেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল - গুগল

টেক জায়ান্ট গুগল বুধবার ভারতে একটি ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু করেছে ৷ যা ভূমিকম্পের আগেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সতর্কবার্তা পাঠাবে ৷ আগাম সতর্ক হয়ে যেতে পারেন নাগরিকরা ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Sep 27, 2023, 10:50 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:এবার ভূমিকম্পের অ্যালার্ট পাবেন ভারতীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইলের সেন্সরের সাহায্যে এই ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগুল ৷ বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে গুগলের মাধ্যমে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করেই এই সতর্কবার্তা পাঠাবে গুগল ৷

গুগলের নিজস্ব একটি ব্লগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই গুগলের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ যাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে এই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে ৷ এটি য়াতে দ্রুত ভারতে চালু করা যায় ৷ ব্যবহারকারীদের এলাকায় যখন ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হবে তখনই ব্যবহারকারীরা সতর্কবার্তা পেয়ে যাবেন ৷ এটি আপাতাত অ্যান্ড্রয়েড 5 অপারেটিং ও অত্যাধুনিক অপারেটিং সিস্টেমগুলির ক্ষেত্রেই প্রযোজ্য ৷ গুগলের ওই ব্লগে আরও উল্লেখ করা হয়েছে, অ্যান্ড্রয়েড সিস্টেমের স্মার্টফোনে থাকা অ্যাক্সিলোমিটারের এইক্ষেত্রে সিসমোমিটারের কাজ করবে ৷

গুগল প্রকাশিত তথ্য অনুয়ায়ী, যখন কোনও অ্যান্ড্রয়েড ফোন চার্জে দেওয়া হয় সেটিতে কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের সময়েও যদি কোনওরকম কম্পন হয় তবে সেটিও নির্ধারণ করতে পারবে ৷ গুগলের পক্ষ থেকে ভূমিকম্পের এই সতর্কবার্তা পাঠানো হবে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ও কত মাত্রার ভূমিকম্প হতে পারে তাও জানা যাবে ৷

আরও পডু়ন:বদলাল ডুডল, 25-এ পা দিয়ে গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে জন্মদিন সেলিব্রেট করল গুগল

উল্লেখ্য, ইন্টারনেট সিগন্যালগুলির গতি আলোর থেকেও বেশি ৷ তাই ভূমিকম্পের কিছুক্ষণ আগেই সতর্কবার্তা পৌঁছে যাবে ৷ গুগলের ওই ব্লগে উল্লেখ করা হয়েছে, ভারতে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিতে তথ্য আদানপ্রদানের কাজ করেছে গুগল ৷ আবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত ৷ ইতিমধ্যেই অনেক দেশেই গুগল বিপর্যয়ের বার্তা আগে থেকেই পাঠিয়ে দেয় মোবাইলে ৷ যাতে নাগরিকরা সচেতন হয়ে যান ৷ এবার ভারতেও চালু হতে চলেছে গুগলের এই উদ্যোগ ৷

সূত্র: পিটিআই

ABOUT THE AUTHOR

...view details