হায়দরাবাদ, 24 অগস্ট: ভারতের চন্দ্রযান-3 মিশনের সাফল্যের প্রশংসা করছে সারা বিশ্ব ৷ এই নিয়ে ভারতকে শুভেচ্ছা জানাল গুগলও ৷ বৃহস্পতিবার গুগলের তরফে বিশেষ ডুডল তৈরি করে এই সাফল্য নিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রশংসা করা হয়েছে ৷
বুধবার সন্ধ্য়ায় নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ৷ এর আগে কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে যায়নি ৷ ফলে ভারতই প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে ৷ তাছাড়া ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা চাঁদে নিজেদের উপস্থিতি তৈরি করতে পেরেছে ৷ ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদে পৌঁছতে পেরেছে ৷
কিন্তু ভারতের এই সাফল্য সহজ ছিল না ৷ 2019 সালে চন্দ্রযান-2 মিশনের মাধ্যমে ভারত একবার চেষ্টা করেছিল ৷ সেবার সফলতা আসেনি ৷ সফট ল্যান্ডিংয়ের আগেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ তাই এবার ইসরোর বিজ্ঞানীদের পাশাপাশি ভারতবাসীর উৎকণ্ঠা আরও অনেক বেশি ছিল ৷
গত 24 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করে ইসরো ৷ ঠিক এক মাস পর চাঁদে পৌঁছে গিয়েছে সেই যান ৷ যা নিয়ে বুধবার সন্ধ্যায় উচ্ছ্বসিত সারা ভারত ৷ উচ্ছ্বসিত ইসরোর প্রধান এস সোমনাথ ৷ তিনি সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন বুধবার ৷ পরে তিনি জানান, দক্ষিণ মেরুতে মানুষের বসবাসের পরিস্থিতি তৈরি করা যেতে পারে ৷ সেই কারণেই ভারত দক্ষিণ মেরুতে অবতরণের সিদ্ধান্ত নেয় ৷
এই অবতরণের সময় দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি গিয়েছেন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৷ তাই তিনি থাকতে পারেননি বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে ৷ তবে ভার্চুয়াল মাধ্যমে তিনি উপস্থিত ছিলেন ৷ অবতরণের পর সেখান থেকেই তিনি দেশবাসীর উদ্দেশ্য়ে ভাষণ দেন ৷ দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপের দেশ গ্রিসে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখান থেকে ফিরে শনিবার তাঁর বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে যাওয়ার কথা ৷
তার আগে বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইসরোর দফতরে পৌঁছে যান ৷ সেখানে গিয়ে তিনি এস সোমনাথকে সংবর্ধনা দেন ৷ তাছাড়া কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন সোমনাথকে ৷
আরও পড়ুন:চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের