পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Google News : ভারতের কুৎসিত ভাষা কন্নড়, এই ফলাফলে নেটিজেনদের ক্ষোভের মুখে গুগল - নেটিজেন

গুগলে "আগলিয়েস্ট ল্য়াঙ্গুয়েজ অফ ইন্ডিয়া" দিয়ে সার্চ করলে ফুটে উঠছে "কন্নড়" ভাষা ৷ এই নিয়ে শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনদের চাপে ক্ষমা চেয়ে নেন গুগল কর্তৃপক্ষ ৷

গুগল সার্চ ইঞ্জিন
গুগল সার্চ ইঞ্জিন

By

Published : Jun 4, 2021, 1:45 PM IST

বেঙ্গালুরু, 4 জুন : "আগলিয়েস্ট ল্য়াঙ্গুয়েজ অফ ইন্ডিয়া" দিয়ে গুগলে সার্চ করলে ফলাফল আসছে "কন্নড়" ভাষা ৷ স্বভাবতই এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এই ভাষা ব্যবহারকারীদের মধ্যে ৷ কর্নাটক সরকার গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে ৷

গতকাল 2500 বছরেরও বেশি পুরনো এই ভারতীয় ভাষার অপমানে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া ৷ নেটিজেনরা গুগলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন ৷ চাপের মুখে পড়ে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি ঠিক করে নিয়ে ক্ষমা চেয়ে নেন ৷ তা সত্ত্বেও কর্নাটকের মন্ত্রী অরবিন্দ লিম্বাভালি জানিয়েছেন যে এই রকম উত্তর দেখাবার জন্য তাদের আইনি নোটিস পাঠানো হবে ৷ পরে টুইটারে তিনি ক্ষমা চাইতে বলেন গুগল কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন : করোনার ভয়ংকর দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রবল সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট

একটি বিবৃতিতে কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, "সার্চ সব সময় ঠিকঠাক কাজ করে না ৷ অনেক সময়ই ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে অদ্ভুত ফলাফল আসে ৷ আমরা জানি, এটা ঠিক হয়নি ৷ আমরা দ্রুত আমাদের অ্যালগোরিদম শুধরে বিষয়টা সংশোধন করে নিয়েছি ৷ এই ঘটনায় কারওর ভাবাবেগে আঘাত লাগলে তার জন্য আমরা ক্ষমা চাইছি ৷"

বেঙ্গালুরুর সাংসদ সি এ মোহন "আগলিয়েস্ট ল্য়াঙ্গুয়েজ অফ ইন্ডিয়া"-র একটি স্ক্রিনশট টুইটে পোস্ট করে লেখেন, "এটা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা ৷ চোদ্দোশতকে জিওফ্রে চসার জন্মানোর আগে কন্নড় সাহিত্যের বহু লেখক মহাকাব্য লিখে গিয়েছেন ৷ বিজয়নগর রাজ্যই আজকের কর্নাটক ৷ " তাঁর এই টুইট দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা ৷

ABOUT THE AUTHOR

...view details