নয়াদিল্লি, 26 এপ্রিল : ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক ৷ প্রয়োজন পড়ছে অক্সিজেন, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সামগ্রী ৷ এই পরিস্থিতিতে দেশকে সাহায্য় করতে ইউনিসেফ এবং স্বেচ্ছাসেবী সংগঠন গিভ ইন্ডিয়াকে 135 কোটি টাকা দান করল বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানি গুগল ৷ শুধু গুগল নয়, সংস্থার অনেক কর্মীও অর্থ দান করেছেন ৷ মূলত ওই টাকা দিয়ে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সামগ্রী কেনা হবে বলে জানানো হয়েছে ৷
আজ সকালে টুইট করেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ সেখানেই তিনি জানিয়েছেন, ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য় সাহায্য়ের হাত বাড়াবে গুগল ৷ এরসঙ্গে তিনি জানান, ভারতে কোরোনা পরিস্থিতি দেখে তিনি বিচলিত ৷