পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: করমণ্ডল বিপর্যয়ের রেশ কাটার আগেই ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন - Odisha Train Accident

ওড়িশায় আবার রেল দুর্ঘটনা ৷ এবার লাইনচ্যুত হল মালগাড়ি ৷ খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Etv Bharat
মালগাড়ি লাইনচ্যুত

By

Published : Jun 5, 2023, 12:17 PM IST

Updated : Jun 5, 2023, 2:17 PM IST

মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা

বরগড় (ওড়িশা), 5 জুন: ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন ৷ এবার বরগড়ের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন রেল-কর্তারা ৷ এর আগে গত শুক্রবার ওড়িশার বালাসোরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ৷ তাতে প্রাণ যায় প্রায় 300 যাত্রীর।

সেখানে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই মুহূর্তে যশবন্তপুর থেকে হাওড়া যাওয়ার সময় হামসফর এক্সপ্রেস ধাক্কা খায় করমণ্ডল এক্সপ্রেসের উলটে যাওয়া বগিগুলির সঙ্গে ৷ যার জেরে হামসফর এক্সপ্রেসেরও কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক করার কাজ এখনও চলছে ৷ সবে গতকাল রাতে লাইন ঠিক করে একটি মালগাড়ি চালানো হয়েছে ৷ তারমধ্যেই আজ সকালে ফের ওড়িশায় মালগাড়ি লাইনচ্য়ুত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

এর জেরে বরগড়ে চুনাপাথর বহনকারী মালগাড়িটির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে ৷ ট্রেনটি সিমেন্ট কোম্পানির মালিকানাধীন এবং রুটটি শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিটে চুনাপাথর পরিবহণের জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ সোমবার ভাটলি ব্লকের সম্বরধারার কাছে চুনাপাথর বোঝাই মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে ৷

জানা গিয়েছে, একটি বেসরকারি সিমেন্ট কোম্পানির রক্ষণাবেক্ষণ করা ট্রেনটি ডুঙ্গুরিতে চুনাপাথরের খনি থেকে উৎপাদন কারখানার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি ৷ এদিকে রেলওয়ে বিভাগ এই বিষয়ে তাদের যে কোনও ভূমিকা নেই সেই বিষয়টি স্পষ্ট করেছে ৷ কারণ ট্রেনটি বেসরকারি সিমেন্ট কোম্পানি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় ৷ যদিও ঘটনার খবর পেয়ে সিমেন্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছ ৷

আরও পড়ুন :ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50

Last Updated : Jun 5, 2023, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details