পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Goods Train Crashes: বিশ্রামাগারে ঢুকে গেল লাইনচ্যুত মালগাড়ি, মৃত 2, বাতিল পুরী যাওয়ার একাধিক ট্রেন

ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনের কোরাই স্টেশনে সকালে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে (Goods Train Crashes into Passenger Waiting Hall) । দুটি লাইনই আপাতত অবরুদ্ধ । 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।

Goods Train Crashes
বিশ্রামাগারে ঢুকে গেল ট্রেন, মৃত 2

By

Published : Nov 21, 2022, 9:16 AM IST

Updated : Nov 21, 2022, 12:54 PM IST

জয়পুর, 21 নভেম্বর: ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে সকাল 6.44 মিনিটে জাজপুরের কোরাই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয় । নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িটি স্টেশনের বিশ্রামাগারে ঢুকে পড়ে । এই ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Goods Train Crashes into Passenger Waiting Hall) । আহত হয়েছেন কয়েকজন ৷

জানা গিয়েছে, এদিন মালবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে কোরাই স্টেশনে লাইনচ্যুত হয় ৷ গাড়িটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল । দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয়েছে । দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রথমে ফুটব্রিজে ধাক্কা মারে । কয়েকজন আহত হয়েছেন বলেও খবর ৷ তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি । এখনও রেলওয়ে বিভাগ উদ্ধার কার্য চালাচ্ছে ৷

আরও পড়ুন:বরাত জোরে রক্ষা ! স্টেশনে ঢোকার সময় বিচ্ছিন্ন শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকালের দু’টি বগি

দুর্ঘটনার জেরে যে সকল ট্রেন বাতিল করা করা হয়েছে, সেগুলি হল-

12073 হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, 12277 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস,

12821 শালিমার-পুরী এক্সপ্রেস, 12822 পুরী-শালিমার এক্সপ্রেস, 18045 শালিমার-হায়দরাবাদ এক্সপ্রেস, 08454/08453 কটক-ভদ্রক-কটক প্যাসেঞ্জার স্পেশাল, 08441/08442 ভুবনেশ্বর-ব্রহ্মপুর-ভুবনেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল

Last Updated : Nov 21, 2022, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details