পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Good Governance Day: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির - গুড গভর্নেন্স ডে

আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিবস ৷ দেশে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে 'গুড গভর্নেন্স ডে' পালিত হচ্ছে (Good governance day Tributes to former PM Atal Bihari Vajpayee 98th Birthday) ৷

Atal Bihari Vajpayee
ETV Bharat

By

Published : Dec 25, 2022, 10:44 AM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মবার্ষিকী ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে 'সদৈব অটল'-এ (Sadaiv Atal) পৌঁছলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা (President Droupadi Murmu, PM Narendra Modi and others pay tribute to Atal Bihari Vajpayee at 'Sadaiv Atal' in New Delhi) ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অটল বিহারি বাজপেয়ীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করেন, "অটলজিকে তাঁর জয়ন্তীতে শুভেচ্ছা ৷ ভারতে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ তিনি নেতৃত্ব এবং দূরদর্শিতা লক্ষ লক্ষ মানুষে অনুপ্রেরণা ৷" টুইটে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

আরও পড়ুন: মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনায় মমতা-অভিষেক, হাজির আজানিয়াও

1998-2004 সময়কাল দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ৷ তাঁকে স্মরণ করে দেশে এই দিনটি 'গুড গভর্নেন্স ডে' (Good Governance Day) হিসেবে পালিত হয় ৷ 1924 সালের 25 ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী ৷

ABOUT THE AUTHOR

...view details