পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Atal Bihari Vajpayee: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মোদির - Atal Bihari Vajpayee

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন (Tributes to Former PM Atal Bihari Vajpayee) করলেন নরেন্দ্র মোদি ৷ এদিন বাজপেয়ীর স্মৃতি সৌধ ‘সদাই অটল’- (Sadaiv Atal)এ শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন ৷

Tributes to Former PM Atal Bihari Vajpayee ETV BHARAT
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য

By

Published : Dec 25, 2022, 10:37 AM IST

নয়াদিল্লি. 25 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন নয়াদিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ ‘সদাই অটল’- (Sadaiv Atal)এ শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী (Tributes to Former PM Atal Bihari Vajpayee) ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা ৷

এদিন টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘অটলজিকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধাজ্ঞাপন করি ৷ ভারতের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর নেতৃত্ব এবং চিন্তাধারা বহু মানুষকে অনুপ্রেরণা দেয় ৷’’ প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তীটিে ভারতে ‘গুড গভর্ন্যান্স ডে’ হিসেবে পালন করে মোদি সরকার (Good Governance Day) ৷ 1998 সাল থেকে 2004 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ যদিও, এর আগেও দু'বার অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন অটল ।

আরও পড়ুন:ভারতের সীমান্ত পরিকাঠামোর নতুন শক্তি, অটল টানেলের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তাঁর সময়েই পোখরানে পরমাণু পরীক্ষার মাধ্যমে বিশ্বে ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেন অটল বিহারী বাজপেয়ী ৷ সেই সময় বিশ্বের অনেক দেশই ভারতের সমালোচনায় সরব হয়েছিল ৷ কিন্তু, পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে অন্যতম শক্তিধর দেশ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন বাজপেয়ী ৷ এমনকী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ব্যক্তিত্ব আজ উদাহরণ হিসেবে তুলে ধরা হয় ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বাজপেয়ী । তাছাড়া কাশ্মীরে সমস্য়া চলে আসছে তার সমাধান নিয়েও নির্দিষ্ট অবস্থান নেন বাজপেয়ী । তিনি মনে করতেন গণতন্ত্র,মানবতা এবং কাশ্মীরত্বকে সামনে রেখেই উপত্যকার সমস্য়া সমাধান করতে হবে । অনেক পরে 2010 সালে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার সময়ও এই বিষয়টির উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আরও পড়ুন:সবরমতীতে চোখ ধাঁধানো অটল সেতু, আমেদাবাদে আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি

ABOUT THE AUTHOR

...view details