পাটনা, 11 নভেম্বর: বিহারে চলন্ত ট্রেন থেকে 1 কোটি টাকার সোনা চুরি যাওয়ার অভিযোগ ৷ কামাক্ষ্যা এক্সপ্রেসে করে প্রায় 2 কেজি সোনার গয়না ও নগদ 2 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন রাজস্থানের মনোজ নামের এক ব্যবসায়ী (One Crore Gold Missing from Kamakhya Express in Patna) ৷ বৃহস্পতিবার আরা ও পাটনার মাঝে চলন্ত ট্রেনের মধ্যে থেকে ওই বিপুল পরিমাণ সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ৷ কীভাবে ওই সোনার গয়না চুরি হল, তা জানতে রেল পুলিশ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে ৷ পাটনা জংশনে পুলিশ মামলা রুজু করেছে ৷
পুলিশকে ব্যবসায়ী মনোজ জানিয়েছেন, চুরির সময় তিনি ঘুমাচ্ছিলেন ৷ আর ট্রেন সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছিল ৷ পুলিশের সন্দেহ আরা স্টেশন থেকে ছাড়ার পড়েই মনোজের সোনায় ভরা ট্রলি এবং নগদ টাকায় ভরা টিফিন বক্স চুরি হয়েছে ৷ বৃহস্পতিবার সকালে পাটনা স্টেশনে ট্রেন পৌঁছলে ওই ব্যবসায়ীর ঘুম ভাঙে ৷ তখনই তিনি দেখেন তাঁর সোনায় ভরা ট্রলি ব্যাগ এবং টাকার বাক্স গায়েব হয়ে গিয়েছে ৷ তবে, মনোজ দাবি করেছে তাঁর কোটি টাকা মূল্যের সোনার গয়না পটনা স্টেশনেই চুরি হয়েছে ৷