কন্নুর (কেরালা), 30 অগস্ট : কন্নুর বিমানবন্দরে (Kannur International Airport) এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের শুল্ক দফতরের হাতে 14 লক্ষ টাকার সোনা উদ্ধার হল ৷ আটক সোনার পরিমাণ 302 গ্রাম ৷ গ্রেফতার করা হয়েছে এক বিমান যাত্রীকে ৷ জিন্সের মধ্যে লুকিয়ে সোনা পাচার করার চেষ্টা করছিল সে ৷
সংশ্লিষ্ট শুল্ক দফতরের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকালে এক যাত্রী পোশাকের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করছিল ৷ তার জিন্সের প্যান্টের উপর খুব পাতলা সোনার আস্তরণ লুকানো ছিল ৷ একটি প্যান্টের উপর আরেকটি প্যান্ট পরেছিল সে ৷ দু'টি প্যান্টের মাঝে সেই ধাতব আস্তরণ লুকিয়ে রেখেছিল সে ৷ ধাতুটি গলিয়ে জিন্সের কাপড়ের উপরে লাগিয়ে নিয়েছিল ৷ তার উপর পরে নিয়েছিল আর একটি প্যান্ট ৷ বোঝার প্রায় উপায়ই নেই ৷ তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি সেই পাচারকারী ৷ এদিন উদ্ধার হওয়া সোনার পরিমাণ 302 গ্রাম, যার বাজারমূল্য 14 লক্ষ 69 হাজার 230 টাকা ৷