পানিপথ, 11 অক্টোবর: ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে একের পর এক সোনালি রেকর্ড নথিভুক্ত করে চলেছেন হরিয়ানার পানিপথ জেলার ছোট্ট গ্রাম খান্ডরার বাসিন্দা নীরজ চোপড়া। একের পর এক সোনা জয়ে নীরজ চোপড়া আজ বড় তারকা হয়ে উঠেছেন। তাঁর সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে দেখা করতে যেতে চাইছেন অনেকেই ৷ আর সেখানে গেলেই অবাক হচ্ছেন তাঁরা ৷ একের পর এক দেশকে সোনা দিয়ে নাম উজ্জ্বল করা নীরজের গ্রামের রাস্তার এ কী অবস্থা! গ্রামের রাস্তা এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে তারকা অ্যাথলিটের কাছে পৌঁছনোই যাচ্ছে না ৷ নীরজের গ্রামে যে রেলক্রসিং রয়েছে, তাতে গেট নেই ৷ দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের এই গেটের দাবি উঠলেও মেলেনি সুরাহা ৷
নীরজ চোপড়ার গ্রামে যাওয়ার পথে গেট ছাড়া রেলক্রসিং: স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার গ্রামের রেললাইনের ক্রসিংয়ে কোনও গেট নেই ৷ এর পাশাপাশি ওই রেলক্রসিংয়ে কোনও কর্মচারীকে ডিউটিতেও নিযুক্ত করা হয়নি। এই রাস্তা দিয়ে শত শত মানুষের যাতায়াত ৷ বহু বছর ধরে গ্রামবাসীরা রেলগেটের দাবি করলেও আজ পর্যন্ত তাতে কোনও কর্ণপাত করা হয়নি ৷
এই রেলক্রসিং অনেক দুর্ঘটনার সাক্ষী: আশেপাশের লোকজন বলছেন, এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। এই রেললাইন পার হওয়ার সময় কখনও ট্রাক্টর, কখনও ট্রলি, কখনও ট্যাক্সির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রেললাইন পার হতে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেক বাইক আরোহীও। বারবার দুর্ঘটনা ঘটলেও রেলওয়ে প্রশাসন এদিকে কোনও নজর দিচ্ছে না এবং স্থানীয় প্রশাসনেরও নজর নেই।