নয়াদিল্লি, 16 জুন :হলমার্ক ছাড়া আর সোনার গয়না কেনাবেচা করা যাবে না এ দেশে ৷ আজ থেকেই কার্যকর হয়ে গেল নয়া নিয়ম ৷ আগে স্থির করা হয়েছিল, 1 জুন থেকেই চালু হবে নতুন ব্যবস্থা ৷ কিন্তু করোনা আবহে সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে কিছু শিথিলতা আনে কেন্দ্র ৷ তার জেরেই 1 জুনের বদলে 16 জুন থেকে সোনার গয়না ও সমতুল্য় সামগ্রীর বিকিকিনিতে হলমার্ক বাধ্যতামূলক করে কেন্দ্র ৷ 14, 18 এবং 22 ক্য়ারেট সোনার গয়না ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে ৷
সরকারি সূত্রের দাবি, গত পাঁচ বছরে দেশের হলমার্কিংয়ের সংখ্যা বেড়েছে প্রায় 25 শতাংশ ৷ বর্তমানে দেশে যতগুলি সংস্থা এই কাজ করে, সেই শক্তি কাজে লাগালে এক বছরে 14 কোটি জিনিসের হলমার্ক তৈরি করা সম্ভব ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের নয়া নির্দেশিকা কার্যকর করতে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটির মাথায় রয়েছেন ব্য়ুরো অফ ইন্ডিয়ান স্ট্য়ান্ডার্সের (BIS) ডিরেক্টর জেনারেল প্রমোদ তিওয়ারি ৷
2019 সালের নভেম্বর মাসে কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, পরবর্তী কালে ভারতে সোনার গয়না ও সোনার তৈরি অন্যান্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করা হবে ৷ 2021 সালের 15 জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম ৷ কিন্তু করোনা আবহে সেই সিদ্ধান্ত বলবৎ করার দিনক্ষণ দু’বার বদলাতে হয় কেন্দ্রকে ৷