পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BSF Seizes Gold Biscuits: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট

BSF Seizes Gold Biscuits at Bangladesh border: উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 3.12 কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল সীমান্ত রক্ষী বাহিনী ৷ রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে ৷

BSF Seizes Gold Biscuits
সোনার বিস্কুট বাজেয়াপ্ত

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 12:27 PM IST

বারাসত, 27 অগস্ট: উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশ সীমান্তে একটি ট্রাক থেকে 3.12 কোটি টাকার সোনার বিস্কুট আটক করল সীমান্ত রক্ষী বাহিনী ৷ রবিবার আধিকারিকরা এ কথা জানিয়েছেন ৷ শনিবার পেট্রাপোল চেকপয়েন্টে ট্রাকটিতে তল্লাশি চালানোর সময় বিএসএফের 145 ব্যাটালিয়নের কর্মীরা দেখতে পান যে, ট্রাকের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা আছে সোনার বিস্কুটের দুটি প্যাকেট ৷

বাজেয়াপ্ত সোনার বিস্কুট: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা ট্রাকটি একেবারে খালি ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ এই দেখেই সন্দেহ হওয়ায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয় ৷ সেই সময় সেখানে লুকিয়ে রাখা সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেন সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা ৷

ট্রাকের চালককে গ্রেফতার:5.24 কেজি ওজনের মোট 45টি সোনার বিস্কুট ওই ট্রাক থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন । যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 3.12 কোটি টাকা ৷ ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷

আরও পড়ুন:সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের

মে-তে বাজেয়াপ্ত হয় সাপের বিষ: চলতি বছরের মে মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এ দেশে পাচারের সময় কোবরা বিষে ভরা একটি জার আটক করা হয় । জারটিতে লেখা ছিল, 'কোবরা এসপি - রেড ড্রাগন - ফ্রান্সে তৈরি - কোড নং- 6097'। সীমান্তে তল্লাশির সময় জার থেকে উদ্ধার হওয়া তরলটি সাপের বিষ বলে সন্দেহ হয়েছিল বিএসএফ আধিকারিকদের । এ ঘটনায় দুই চোরাকারবারি ঘটনাস্থলে কর্তব্যরত জওয়ানের নিরাপত্তার ফাঁক গলে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যান ।

ABOUT THE AUTHOR

...view details