নয়াদিল্লি, 10 জানুয়ারি:55 জন যাত্রীকে ছাড়াই সোমবার উড়েছিল গোফার্স্টের বিমান ৷ ওই যাত্রীরা তখন বেঙ্গালুরু বিমানবন্দরের (Bengaluru Airport) টারম্যাকে তাঁদের এয়ারবাসের জন্য অপেক্ষা করছিলেন । কেন যাত্রীদের ফেলেই উড়ান রওনা দিল বিমান সংস্থার থেকে তার ব্যাখ্যা চাইল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷ এই ঘটনায় বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ডিজিসিএ (DGCA Notice to GoFirst)।
যে 55 জন যাত্রীকে ফেলে উড়ানটি চলে গিয়েছিল তাঁদের মধ্যে 53 জন গোফার্স্টের দেওয়া একটি ভিন্ন উড়ানে যাত্রা করেন ৷ আর বাকি 2 জন যাত্রীকে টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে, তাঁরা বিকল্প বিমানে যেতে চাননি । দিল্লিগামী G8 116 বিমানটি সকাল 6.30 টার আশপাশে রওনা দিয়েছিল । এভিয়েশন রেগুলেটর জানিয়েছে যে, তারা বিমানসংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে । ডিজিসিএ বলেছে, "আমরা বিমান সংস্থার কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছি এবং তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"
যাত্রীরা এটিকে "সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা" বলে ব্যাখ্যা করেছেন । ভুক্তভোগী যাত্রী শ্রেয়া সিনহা জানান, ভোর 5.35 মিনিটে যাত্রীরা বিমানের জন্য বাসে ওঠেন কিন্তু এক ঘণ্টা তাঁরা বাসেই ছিলেন । তিনি টুইটে জানান, "গোফার্স্টে এটা সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ৷ বিমানে চড়ার জন্য 5:35-এ বাসে উঠলাম ৷ 6:30টা বাজে, এখনও বাসে 50 জনের বেশি যাত্রী রয়েছে ৷ চালক জোরজার করায় বাস থামিয়ে দিল । 50 জনেরও বেশি যাত্রীকে ফেলে রেখে G8 116 উড়ানটি টেক অফ করে ৷ অবহেলা চূড়ান্ত সীমায় !"
আরও পড়ুন:ইন্ডিগোর বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার, পাইলটকে মারধর ! গ্রেফতার মদ্যপ 2 যাত্রী
শ্রেয়ার সহযাত্রী সতীশ কুমার বলেন, "ফ্লাইট G8 116 (BLR - DEL) যাত্রীদের রেখেই উড়েছিল ! 1টি এয়ারবাসে 50জনেরও বেশি যাত্রীকে ফেলে উড়ে যায় বিমানটি এবং মাত্র 1টি বাসের যাত্রী নিয়ে ফ্লাইটটি যাত্রা করেছিল ৷" গোফার্স্ট এয়ারওয়েজ একটি টুইটের জবাবে বলেছে, "অসুবিধার জন্য আমরা দুঃখিত । আমরা আপনার বিশদ বিবরণ-সহ আপনার উদ্বেগ আমাদের টিমের সঙ্গে শেয়ার করেছি এবং তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সহায়তা করবে ।" আধিকারিকরা বলেছেন যে, যাত্রীদের অন্য একটি ক্যারিয়ারে দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল ৷ সেটি সকাল 10 টায় নির্ধারিত ছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷