কলকাতা, 26 জানুয়ারি : গোয়ায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে ৷ ঘাসফুল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে ওই রাজ্যে ৷ বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বেরিয়ে গেলেন আরও একজন ৷
তিনি যতীশ নায়েক৷ পেশায় আইনজীবী ৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ৷ তাঁকে ওই রাজ্যের সাধারণ সম্পাদকের পদও দেওয়া হয়েছিল ৷ তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে গোয়ায় মমতার হাত ধরে পরিবর্তনের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে তাঁকে ৷
সেই যতীশ সাধারণতন্ত্র দিবসে চিঠি লিখলেন দলের গোয়া শাখার সভাপতি ৷ সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে তিনি তৃণমূল ছাড়ছেন (Yatish Naik quits TMC) ৷ তাঁর দাবি, গোয়ার মানুষের জন্য কাজ করতেই তিনি রাজনীতি করেন ৷ কিন্তু তৃণমূলে সামিল হয়ে তাঁকে তাঁর নীতির সঙ্গে সমঝোতা করতে হচ্ছে ৷
তাঁর অভিযোগ, গোয়ায় তৃণমূল যেভাবে চলছে, তাতে তিনি ওই দলে থাকার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না ৷ তাছাড়া তাঁকে তৃণমূলে অপমানিত হতে হয়েছে ৷ তাই তিনি তৃণমূল থেকে পদত্যাগ করলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরের অগস্ট-সেপ্টেম্বর থেকে তৃণমূল গোয়ায় সংগঠন বৃদ্ধি শুরু করে ৷ বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বহু রাজনৈতিক নেতা তৃণমূলে যোগদান করেন ৷ দু’বার গোয়া সফর করেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ বেশ কয়েকবার গিয়েছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary) ৷
তৃণমূল বরাবর দাবি করেছে, বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করার জন্যই গোয়া বা ত্রিপুরার মতো রাজ্যে ক্রমশ শক্তিবৃদ্ধি শুরু করেছে ৷ এবার গোয়ার বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election 2022) তৃণমূল বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী ৷
কিন্তু সাম্প্রতিক কালে বেশ কয়েকজনের মোহভঙ্গ হয়েছে তৃণমূল সম্পর্কে ৷ তারা প্রকাশ্যে তৃণমূলের সমালোচনা করে দলও ছেড়েছেন ৷ ফলে ভোট যত এগিয়ে আসছে, ততই অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরে ৷
আরও পড়ুন :TMC Star Campaigners for Goa : গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল
এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলে কার্যত বুঝিয়ে দিয়েছে ৷ কারণ, এদিনই গোয়া তৃণমূলের তরফে টুইট করে নতুন যোগদানের বিষয়ে জানানো হয় ৷ সেই তালিকায় রয়েছেন কুনকোলিম মিউনিসিপ্যাল কাউন্সিলের সচিন রোহিদাস নায়েক ও ওই এলাকার একজন ব্যবসায়ী লিন্ডন নোরোনহা ৷